ইতিমধ্যেই Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরু হয়ে গিয়েছে। তবে কবে থেকে এই সার্ভিস শুরু হবে তা জানায়নি Jio। তবে এক রিপোর্টে জানা গিয়েছে টেলিকম সার্ভিসের মতোই প্রিভিউ অফার দিয়ে লঞ্চ হবে Jio GigaFiber। এর ফলে প্রথম তিন মাস বিনামূল্যে Jio GigaFiber ব্যবহার করা যাবে। এই সময়ে গ্রাহক 100 Mbps স্পিডে মাসে 100 GB ডাটা বিনামূল্যে পেয়ে যাবেন। তবে কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 4500 টাকা খরচ করতে হবে। গত সপ্তাহ থেকে Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এলাকা থেকে বেশি গ্রাহক Jio GigaFiber এর জন্য রেজিস্ট্রার করবে সেই সব এলাকাতী আগে কানেকশান দেওয়া হবে।
টেলিকম সার্ভিস শুরুর সময়েও একইভাবে বিনামূল্যে পরিষেবা দিয়ে গ্রাহকের মন জয় করেছিল Jio। টেলিকমটক-এ এক রিপোর্টে জানানো হয়েছে Jio GigaFiber গ্রাহকরা প্রথম তিন মাস 100 Mbps স্পিডে মাসে 100 GB পর্যন্ত ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আপাতত প্রথম তিন মাস গ্রাহকদের বিনামূল্যে ডাটা ব্যবহার করতে দেবে Jio। পরে এই সময় আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। টেলিকম সার্ভিস লঞ্চের সময়েও এইভাবেই গ্রাহকের মন জয় করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। তবে 100GB ডাটা শেষ হয়ে গেলে হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহারের জন্য গ্রাহককে ‘ডাটা টপ-আপ’ ব্যবহার করতে হবে।
রিপোর্টে জানানো হয়েছে আপাতত গ্রাহককে বিনামূল্যে ডাটা টপ আপ দেবে Jio। একটি ডাটা টপ আপ ব্যবহার করে 40GB ডাটা ব্যবহার করা যাবে। তবে এক মাসে গ্রাহক কটি ডাটা টপ আপ ব্যবহার করতে পারবেন তা জানানো হয়নি। আগে এক রিপোর্টে জানানো হয়েছিল মাসে 1.1 TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। যদিও কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।
লঞ্চের সময় প্রথম তিন মাস সব গ্রাহককে এই প্রিভিউ অফার ব্যবহার করতে দেবে জিও। ইতিহাসের কথা মনে রাখলে তিন মাস পরে বিনামূল্যে ডাটা ব্যবহারের সময়সীমা বাড়াতে পারে Jio।
বিনামূল্যে এই ব্রডব্যান্ড ব্যবহার করতে পারলেও কানেকশান নেওয়ার সময় গ্রাহককে 4500 টাকা খরচ করতে হবে। Optical Network Terminal ব্যবহারের জন্য এই টাকা নেবে কোম্পানি। এই ব্রডব্যান্ড পরিষেবার সাথেই ঘরে ঘরে কোম্পানির টিভি পরিষেবা GigaTV আর স্মার্টহোম সলিউশান নিয়ে আসবে Jio।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন