সম্প্রতি Netflix ভারতে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের ইন্টারনেট স্পিডের তালিকা প্রকাশ করেছে। অক্টোবর মাসের এই তালিকায় এক নম্বরে রয়েছে Jio GigaFiber। Jio GigaFiber নেটওয়ার্কে অক্টোবর মাসের গড় স্পিড ছিল 3.48 Mbps। সেপ্টেম্বর মাসেও এই তালিকায় এক নম্বইর স্থান দখল করেছিল মুকেশ আম্বানির কোম্পানি। সেপ্টেম্বর মাসে Jio GigaFiber নেটওয়ার্কের গড় স্পিড ছিল 3.41 Mbps।
ব্রডব্যান্ড দুনিয়ায় সবে প্রবেশ করেছে Jio GigaFiber। এখন নির্বাচিত কিছু শহরে GigaFiber পরিষেবা শুরু হলেও শিঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে Jio র ব্রডব্যান্ড নেটওয়ার্ক। Netflix এর তালিকায় পরপর দুই মাস Jio এক নম্বর স্থান ধরে থাকলেও অনেকটা পিছনে এই তালিকায় চার নম্বরে রয়েছে ব্রডব্যান্ড বাজারে Jio র প্রধান প্রতিযোগি Airtel।
Jio র পরেই অক্টোবর মাসে গড় ইন্টারনেট স্পিডে দুই নম্বর স্থানে রয়েছে 7 Star Digital। এই নেটওয়ার্কে অক্টোবর মাসে 3.19 Mbps স্পিড পাওয়া গিয়েছে। যদিও Airtel ব্রডব্যান্ডে অক্টোবর মাসের গড় স্পিড ছিল 3.10 Mbps।
যদিও সারা বিশ্বের তুলনায় এখনও ইন্মটারনেট স্পিডে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। হংকং এ যেখানে গড় ব্রডব্যান্ড স্পিড 3.85 Mbps সেখানে ভারতে গড় ব্রডব্যান্ড স্পিড 2.73 Mbps। সারা বিশ্বে গড় ব্রডব্যান্ড স্পিডে এক নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। ইউরোপের এই দেশে গড় ইন্টারনেট স্পিড 4.18 Mbps।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন