গত বছর অগাস্ট মাসে কোম্পানির বার্ষিক সাধারন সভায় ফাইবার ব্রডব্যান্ড কানেকশান Jio GigaFiber এর ঘোষণা করেছিলেন RIL প্রধান মুকেশ আম্বানি। এর পর থেকেই বাজারে উত্তেজনা তুঙ্গে। একের পর এক রিপোর্ট সামনে এলেও কবে বানিজ্যিকভাবে এই কানেকশান দেওয়া শুরু হবে সেই বিষয়ে মুখ খোলেনি মুকেশের Jio। GigaFiber কানেকশানে একইসাথে ব্রডব্যান্ড, টিভি ও ল্যান্ডলাইন ব্যবহার করা যাবে। এই তিন পরিষেবা একসাথে ব্যবহার করতে খরচ হবে মাসে 600 টাকা। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে। এর সাথেই 40 টি স্মার্ট হোম ডিভাইস ব্যবহার করা যাবে। Jio GigaFiber কানেকশান নেওয়ার সময় 4,500 টাকা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে গ্রাহককে।
এখন প্রিভিউ অফারে Jio GigaFiber এ মাসে 100GB ডেটা ব্যবহার করা যায়। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে মাসে 600 টাকা সাবস্ক্রিপশানে ব্রডব্যান্ড কানেকশানের সাথেই লাইভ টিভি ও আনলিমিটেড ভয়েস কল করা যাবে। 100 Mbps স্পিডে ব্রডব্যান্ড কানেকোশান ব্যবহার করা যাবে।
আগামী তিন মাসের মধ্যে গ্রাহকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। প্রথম এক বছর বিনামূল্যে ল্যান্ডলাইন ও টিভি পরিষেবা ব্যবহার করা যাবে।
ব্রডব্যান্ড কানেকশানের সাথেই একটি অপটিকাল ণেটওয়ার্ক টার্মিনাল রাউটার দেবে Jio। এই রাউটারে একসাথে 45 টি ডিভাইস কানেক্ট করা যাবে। মোবাইল ফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ সহ সব ধরনের ডিভাইস তারের সাহায্যে বা Wifi ব্যবহার করে এই রাউটারের সাথে কানেক্ট করা যাবে।
স্মার্টহোম পরিষেবা ব্যবহার করলে মাসে 1,000 টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহককে। এক সাথে 40 টি স্মার্টহোম ডিভাইস কানেক্ট করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন