Photo Credit: YouTube/ Realme India
Realme -র স্মার্টওয়াচ লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠকে কোম্পানির প্রথম স্মার্টওয়াচ হাতে দেখা গিয়েছে। YouTube -এ #AskMadhav অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোম্পানির স্মার্টওয়াচ হাতে নিয়ে বসেছিলেন তিনি। Realme -র প্রথম স্মার্টওয়াচে Apple Watch এর মতো ডিজাইন দেখা গিয়েছে। এছাড়াও মাধব জানিয়েছেন শীঘ্রই বেগুনী রঙে বাজারে আসবে Realme 6 Pro। এছাড়াও ভারতে ব্লুঠুথ স্পিকার লঞ্চের পরিকল্পনা করছে Realme।
স্মার্টওয়াচ হাতে গ্রাহকের প্রশ্নের উত্তর দিলেও নতুন ডিভাইসের স্পেসিফিকেশন প্রকাশ্যে আনেননি মাধব। এছাড়াও তিনি জানিয়েছেন শীঘ্রই লাইটনিং পার্পল কালারে বাজারে আসবে Realme 6 Pro। এছাড়াও ভিডিওতে সাদা রঙে এই বস্মার্টফোন দেখা গিয়েছে।
Reliance Jio -র মালিকানা কিনতে আগ্রহী Facebook
এতদিন শুধুমাত্র Realme 6 Pro তেই সামনের ক্যামেরায় স্লো মোশন ভিডিও রেকর্ড করা যেত। মাধব জানিয়েছেন এপ্রিলে Realme 6-এও এই ফিচার পৌঁছবে। যদিও Nightscape 3.0 ও ট্রাইপড মোড শুধুমাত্র Realme 6 Pro গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন