ইন্টারনেট ব্রাউজিং কে সুরক্ষিত করতে অ্যাপের মধ্যেই VPN যোগ করল Opera। আপাতত Android ফোনে বিটা ভার্সনে এই ব্রাউজার লঞ্চ করেছে Opera। নতুন Opera ব্রাউজারের VPN ব্যবহার করে বিনামূল্যে যত খুশি ডেটা ব্রাউজ করা যাবে। ধাপে ধাপে সব Opera বিটা গ্রাহকের ফোনে পৌঁছে যাবে এই আপডেট।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
কোম্পানি জানিয়েছে ব্রাউজারের মধ্যে থাকা নতুন এই VPN পরিষেবা ইন্টারনেট ব্যবহারের সময় গ্রাহককে সুরক্ষার একটি অতিরিক্ত আস্তরণ দেবে। এর ফলে আরও সুরক্ষিতভাবে গ্রাহক ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
আরও পড়ুন: এবার ভারতে আসছে Samsung Galaxy M30, লঞ্চের আগেই দেখে নিন স্পেসিফিকেশন
2016 সালে প্রথম Android অপারেটিং সিস্টেমের জন্য VPN পরিষেবার নিয়ে এসেছিল Opera। গ্রাহকদের মধ্যে এই VPN পরিষেবার দারুণ জনপ্রিয়তা পেলেও 2018 সালে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় Opera। এবার আলাদা অ্যাপ এর পরিবর্তে ব্রাউজার এর মধ্যেই VPN পরিষেবা নিয়ে এল কোম্পানি। নতুন Opera ব্রাউজার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: লঞ্চ হল Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন: দাম ও স্পেসিফিকেশন
আপাতত Opera ব্রাউজারে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার সার্ভার পছন্দ করে ব্রাউজিং করা যাবে। এছাড়াও একটি অপটিমাল মোড থাকছে। এই মোডে ব্রাউজার নিজে থেকেই সব থেকে বেশি স্পিডের VPN সার্ভার পছন্দ করে নেবে। সাথে থাকছে প্রাইভেট ট্যাবে ব্রাউজিং এর সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন