সম্প্রতি বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy M10 আর M20। প্রথম দুটি সেলে মুহূর্তে শেষ হয়েছে স্টক। এবার ভারতে আসছে তুলনামূলক বেশি দামের Samsung Galaxy M30। লঞ্চের আগেই টুইটারে Samsung Galaxy M30 ফোনের স্পেসিফিকেশন জানা গেল। Galaxy M30 ফোনে থাকবে Exynos 7904 চিপসেট, FHD+ ডিসপ্লে আর 5,000mAh ব্যাটারি। অন্যান্য চিনা স্মার্টফোনের মতো Galaxy M30 ফোনের পিছনে থাকবে গ্রেডিয়েন্ট ফিনিশ।
আরও পড়ুন: লঞ্চ হল Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন: দাম ও স্পেসিফিকেশন
সুধাংশু আম্ভোরে নামে এক ব্যাক্তি টুইটারে Galaxy M30 ফোনের স্পেশিফিকেশন জানিয়েছেন। তিনি বলেন এই ফোনে থাকবে 6.38 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর Exynos 7904 চিপসেট। সাথে থাকবে 4GB LDDR4 RAM। প্রসঙ্গত সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy M20 ফোনের ভিতরে কি চিপসেট দেখা গিয়েছিল।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা নিয়ে আসছে Vivo V15 Pro, জেনে নিন স্পেসিফিকেশন
Galaxy M30 ফোনের ডুয়াল ক্যামেরা থাকবে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Galaxy M30 ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। Galaxy M20 ফোনের মতোই Galaxy M30 ফোনের ভিততে থাকবে একটি 5,000mAh ব্যাটারি। Galaxy M30 ফোনের স্পেসিফিকেশন নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি Samsung।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন