সম্প্রতি ভারতের একাধিক সংবাদ মাধ্যম দপ্তরে একটি Vivo স্মার্ট ফোন লঞ্চ ইভেন্ট এর আমন্ত্রণপত্র পৌঁছেছিল। সেই আমন্ত্রণপত্রে একটি স্মার্টফোনের ক্যামেরা অ্যাপ পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। তখন অনেকেই জানিয়েছিলেন ভারতে আসতে চলেছে Vivo V15 Pro। এবার Vivo V15 Pro ফোনের টিজার প্রকাশ করল চিনের কোম্পানিটি। কোম্পানির প্রকাশ করা টিজার ভিডিওতে নীল রঙের Vivo V15 Pro ফোনে একটি পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। প্রসঙ্গত 2018 সালে লঞ্চ হওয়া Vivo Nex ফোনে একই ধরনের পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত 18 সেকেন্ডের একটি টিজার ভিডিওতে ভারতে Vivo ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমির খানের পকেটে Vivo V15 Pro স্মার্টফোনটি দেখা গিয়েছে। টিজার ভিডিওতে বলিউড সুপারস্টার কে ফোনের পিছনের ওর সামনের ক্যামেরা ব্যবহার করতে দেখা গিয়েছে। এই ভিডিও থেকেই জানা গিয়েছে V15 Pro ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা।
আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr
ইতিমধ্যেই জানা গিয়েছে Vivo V15 Pro ফোনে থাকবে 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। গতবছর লঞ্চ হওয়া Vivo Nex ফোনের পপ-আপ সেলফি ক্যামেরা ছিল একটি 8 মেগাপিক্সেল সেন্সার।
আরও পড়ুন: এক নজরে Nokia 9 PureView ফোনের পাঁচটি রিয়ার ক্যামেরা
টিজার ভিডিও থেকেই জানা গিয়েছে Vivo V15 Pro ফোনের পিছনে থাকবে গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল। প্রকাশিত ভিডিওতে নীল রঙে এই ফোনটি দেখা দিয়েছে। মনে করা হচ্ছে একাধিক রঙে ভারতে V15 Pro লঞ্চ করবে Vivo। 20 ফেব্রুয়ারী লঞ্চ হবে Vivo V15 Pro।
আরও পড়ুন: এখনই কীভাবে কিনবেন Xiaomi -র জুতো?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন