অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: 1 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 20 জানুয়ারী 2025 12:11 IST
হাইলাইট
  • Acer ALG (Intel core i7-13620H) 77990 টাকায় উপলব্ধ আছে
  • অ্যামাজন পরিবর্তন অফারটি চূড়ান্ত কেনাকাটার দাম আরো কম করে
  • সেলে HP Victus (Intel core i7-12650H)-এর দাম 80,990 টাকা

Lenovo LOQ গেমিং ল্যাপটপ বর্তমানে Amazon সেল চলাকালীন ছাড় দেওয়া হয়েছে

Photo Credit: Lenovo

চলতি বছরে ই কমার্স প্ল্যাটফোনটির প্রথম সেল অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, যেখানে ইলেকট্রিক ডিভাইস, বাড়ির জন্য স্মার্ট ডিভাইস, কম্পিউটার এবং স্মার্টফোন উপলব্ধ আছে, যা আগামী 19সে জানুয়ারি সেলটি শেষ হওয়ার আগে অব্দি কেনা যাবে। গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন আপনার গেমিং ল্যাপটপ কিনতে পারবেন যা আগে 1 লাখ টাকার বেশি দামে তালিকাভুক্ত ছিল, সেটির দামের উপর এখন ছাড় দেওয়া হচ্ছে। যদি আপনারা সত্যিই সঞ্চয় বেশি করতে চান, তাহলে যোগ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করুন এবং নিশ্চিতভাবে অতিরিক্ত ছাড়ের সুবিধা নিন।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে 2025: SBI ক্রেডিট কার্ড অতিরিক্ত ছাড় নিয়ে এসেছে:

আপনারা 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ছাড়যুক্ত গেমিং ল্যাপটপগুলি কিনতে পারবেন কিন্তু যদি আপনারা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে 10% অতিরিক্ত ছাড় পাবেন যেটি আপনাদের কেনাকাটার উপর খরচের পরিমাণ অনেকাংশে কমাতে পারে। অন্যদিকে যদি কোনো যোগ্য ল্যাপটপ পরিবর্তন করতে চান তাহলে মডেলের উপর ভিত্তি করে সম্পূর্ণ দামের পরিমাণও কমাতে পারেন।

এছাড়াও 2025-এর অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন আপনারা 1-লাখ টাকার নিচে তালিকাভুক্ত Acer HP, MSI, Lenovo, Dell এবং Asus-এর মতো ব্র্যান্ডের গেমিং ল্যাপটপগুলিও কিনতে পারবেন। এই সমস্ত ল্যাপটপগুলি সম্প্রতি Intel, AMD CPU এবং প্রথমথেকেই Windows 11 দ্বারা চালিত হয়ে আছে।

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 চলাকালীন 1 লাখ টাকার নিচে গেমিং ল্যাপটপের উপর বেস্ট ডিল:

  1. Acer ALG (Intel Core i7-13620H)-এর দাম 1,05,999 টাকা,সেলের দাম 77,990-টাকা
  2. HP Victus (Intel Core i7-13620H)-এর দাম 1,18,668 টাকা,ডিল প্রাইস 89,990-টাকা
  3. Lenovo LOQ 2024 (AMD Ryzen 7 7435HS)-এর দাম 1,27,990 টাকা, সেলের মূল্য 89,490-টাকা।
  4. Dell G15-5530 (Intel Core i7-13650HX)-এর দাম 1,46,107 টাকা, ডিল প্রাইস 85,490-টাকা
  5. HP Victus (Intel Core i7-12650H)-এর দাম 95,746 টাকা, সেলের দাম 80,990-টাকা।
  6.  Asus TUF Gaming F15 (Intel Core i7-12700H)-এর দাম 1,11,990-টাকা, ডিল প্রাইস 80,990-টাকা।
  7. HP Omen (AMD Ryzen 7 7840HS)-এর দাম 1,23,652 টাকা। সেলের দাম 99,990-টাকা।
  8. Acer Nitro V (Intel Core i7-13620H)-এর দাম 1,15,999 টাকা, ডিল প্রাইস 88,990-টাকা।
  9. MSI Katana A17 AI (AMD Ryzen 9 8945HS)-এর দাম 1,29,900 টাকা, সেলের দাম 89,990 টাকা।
  10. MSI Cyborg 15 AI (Intel Core Ultra 7 155H)-এর দাম 1,29,900 টাকা, ডিল প্রাইস 89,990 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  2. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  3. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  4. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
  5. স্মার্টফোনের ক্যামেরায় এক নতুন যুগের ইঙ্গিত, Hasselblad-এর সাথে সম্পর্ক দৃঢ করল Oppo
  6. 36 কোটি মানুষকে 17,000 টাকার Free AI পরিষেবা, Perplexity-এর সাথে হাত মিলিয়ে বিপ্লব ঘটাল Airtel
  7. iPhone 17 লঞ্চের আগেই আসছে Google Pixel 10 সিরিজ, সেয়ানে সেয়ানে টক্কর দুই টেক জায়ান্টের
  8. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Vivo Y400 5G স্মার্টফোনের দাম, এক ক্লিকে দেখুন ফিচার্স
  9. 32 মেগাপিক্সেল 4K সেলফি ক্যামেরার সঙ্গে iQOO Z10R লঞ্চ হচ্ছে 24 জুলাই, দাম জেনে নিন
  10. 7,000mAh ব্যাটারির সাথে বাজার কাঁপাতে তৈরি Lava Agni 4, লঞ্চের আগেই দাম ফাঁস
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.