2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025-এ থাকছে বিভিন্ন ব্যাঙ্ক অফার
Photo Credit: OnePlus
OnePlus Pad 2 (ছবিতে) জুলাই 2024 সালে ভারতে লঞ্চ করা হয়েছিল
ভারতে বিগত 13-জানুয়ারি দুপুর 12টা থেকে সমস্ত ব্যবহারকারীদের জন্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 শুরু হয়ে গিয়েছে এবং প্রাইম ব্যবহারকারীদের আগের দিন মধ্যরাতে শুরু হয়েছে।ব্যবহারকারীরা এই সেলে বিভিন্ন প্রোডাক্টের বিভাগ থেকে নানারকম জিনিসপত্র যেমন-বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক-ডিভাইস, ব্যক্তিগত-গ্যাজেটস সহ আরো অনেক কিছু ছাড়ের সাথে কিনতে পারবেন। এরপূর্বে আমরা স্মার্টফোন, গেমিং ল্যাপটপ, হেডফোন এবং আরো অনেক কিছুর উপর টপ ডিলগুলি জানিয়েছি। বর্তমানে আমরা ট্যাবলেটের উপর বেস্ট-ডিলের একটি সম্পূর্ণ একটি তালিকা প্রকাশ করছি, যেটা আপনি দেখতে পারবেন।
SBI কাস্টমাররা 14000-টাকার বাছাই করা কেনাকাটার উপর 10% তাৎক্ষণিক ছাড় পাবেন এবং SBI ক্রেডিট এবং ডেবিট কার্ডের গ্রাহকরা আরো অন্যান্য অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। সেল চলাকালীন সমস্ত গ্রাহকরা 5000-টাকার বাম্পার পুরস্কার পেতে পারেন। কিছু জিনিসের উপর No-Cost EMI-এর সুবিধা পাওয়া যাচ্ছে। ছাড়ের অফার এবং পেমেন্টের বিকল্পের বিবরণগুলি প্রোডাক্টের পেজে তালিকা ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই সেলের কার্যকরি বিক্রয়মূল্যগুলোর মধ্যে এই অতিরিক্ত সুবিধাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।
12জিবি+256জিবি বিকল্পের OnePlus Pad 2-ভারতে 2024 সালের জুলাই মাসে 42999-টাকায় লঞ্চ হয়েছিল, এটি সেল চলাকালীন 37,999-টাকার আকর্ষণীয় কম দামে পাওয়া যাবে।
2023-সালের জুন মাসে দেশের বাজারে Xiaomi Pad 6-টি 8জিবি+256জিবি বিকল্পের সাথে 28,999-টাকায় উন্মোচিত হয়, যেটি এই সেলে ছাড় সহ অন্যান্য অফারের সাথে 19,499- টাকায় কেনা যাবে। ভারতের বাজারে আটটি JBL স্পিকারের সাথে Lenovo Tab Plus 22,999-টাকায় লঞ্চ হয়েছিল, এটি এখন কার্যকরী কম দাম 16,499-টাকায় উপলব্ধ আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show