বর্তমানে ভারতে শুরু হয়ে গিয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025। 2025 সালের কোম্পানি দ্বারা উপস্থাপিত এই সেলে থাকছে দারুন সমস্ত অফার। মানুষের দৈনন্দিন জিনিসপত্রগুলি অসাধারণ কম দামে পাওয়া যাচ্ছে এখানে। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টটিভি পর্যন্ত ছাড়ের সাথে থাকছে।
Photo Credit: Google
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল সোমবার সমস্ত ব্যবহারকারীদের জন্য লাইভ হয়েছে
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025 বর্তমানে চলছে। ই-কমার্স জায়েন্টের বছরের প্রথম এই সেলটি বিগত সোমবার সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে এবং আগামী 19 সে জানুয়ারি এটি সমাপ্ত হবে। সেল চলাকালীন প্রত্যেকে আকর্ষণীয় ছাড়ের সাথে বিস্তৃত পরিসর জুড়ে জিনিসপত্র পাবেন যেমন - স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ইয়ারফোন, স্মার্টওয়াচ,
স্মার্টটিভি এবং আরো কত কি। যে সব গ্রাহকরা 50,000 টাকার নিচে স্মার্টটিভির খোঁজ করছেন, তারা বিশেষ ছাড় এবং ডিলের সাথে Hisense, Samsung, Acer, TCL এবং আরো অন্যান্য ব্র্যান্ডের স্মার্টটিভি পেতে পারেন।
ই-কমার্স প্ল্যাটফর্মটির দ্বারা প্রস্তাবিত ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা বিভিন্ন অতিরিক্ত ছাড়ের দ্বারা প্রোডাক্টের দাম কমাতে পারবেন।যারা তাদের কেনাকাটার জন্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করবে তারা 14000 টাকা পর্যন্ত 10% তাৎক্ষণিক ছাড় পাবেন। ক্রেতারা তাদের ডিভাইস বিনিময় করেও দামের ওপর অতিরিক্ত ছাড় পেতে পারেন। যাইহোক এছাড়া এটা লক্ষ্য করা দরকার যে, পরিবর্তনের মূল্যটি অ্যামাজন ভিত্তিক অন ফ্যাক্টর যেমন - ডিভাইসের দাম, কখন লঞ্চ হয়েছিল এবং বর্তমানে কি পরিস্থিতিতে আছে এবং আরো অনেক কিছুর উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
Hisense 4K Ultra HD Smart QLED TV-এর দাম 79,999 টাকা,সেলের দাম 49,999 টাকা।
Samsung D Series Crystal 4K TV-এর দাম 78,900 টাকা, সেলে পাওয়া যাচ্ছে 49,990 টাকায়।
Acer XL Series Ultra HD LED TV-এর মূল্য 59,990 টাকা সেলের মূল্য 49,499 টাকা।
TCL 4K Ultra HD Smart QLED Google TV-এর মূল্য 1,19,990 টাকা, সেলের দাম 49,490 টাকা।
LG 4K Ultra HD Smart LED TV-এর দাম 71,990 টাকা, সেলের মূল্য 48,990 টাকা।
Xiaomi X Pro QLED Series Smart Google TV-এর দাম 70,999 টাকা, সেলের দাম 47,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale