Photo Credit: Lenovo
চলতি বছরে ই কমার্স প্ল্যাটফোনটির প্রথম সেল অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025, যেখানে ইলেকট্রিক ডিভাইস, বাড়ির জন্য স্মার্ট ডিভাইস, কম্পিউটার এবং স্মার্টফোন উপলব্ধ আছে, যা আগামী 19সে জানুয়ারি সেলটি শেষ হওয়ার আগে অব্দি কেনা যাবে। গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন আপনার গেমিং ল্যাপটপ কিনতে পারবেন যা আগে 1 লাখ টাকার বেশি দামে তালিকাভুক্ত ছিল, সেটির দামের উপর এখন ছাড় দেওয়া হচ্ছে। যদি আপনারা সত্যিই সঞ্চয় বেশি করতে চান, তাহলে যোগ্য ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করুন এবং নিশ্চিতভাবে অতিরিক্ত ছাড়ের সুবিধা নিন।
আপনারা 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে ছাড়যুক্ত গেমিং ল্যাপটপগুলি কিনতে পারবেন কিন্তু যদি আপনারা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে 10% অতিরিক্ত ছাড় পাবেন যেটি আপনাদের কেনাকাটার উপর খরচের পরিমাণ অনেকাংশে কমাতে পারে। অন্যদিকে যদি কোনো যোগ্য ল্যাপটপ পরিবর্তন করতে চান তাহলে মডেলের উপর ভিত্তি করে সম্পূর্ণ দামের পরিমাণও কমাতে পারেন।
এছাড়াও 2025-এর অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন আপনারা 1-লাখ টাকার নিচে তালিকাভুক্ত Acer HP, MSI, Lenovo, Dell এবং Asus-এর মতো ব্র্যান্ডের গেমিং ল্যাপটপগুলিও কিনতে পারবেন। এই সমস্ত ল্যাপটপগুলি সম্প্রতি Intel, AMD CPU এবং প্রথমথেকেই Windows 11 দ্বারা চালিত হয়ে আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন