19 মে শেষ হয়েছে সাত দফার ভোট গ্রহন। 23 মে 2019 লোকসভা নির্বাচনের ফল ঘোষনা হবে।অনলাইনে একাধিক উপায়ে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানা যাবে। NDTV বাংলা ওয়েবসাইট ও NDTV বাংলা অ্যাপ থেকে 23 মে লোকসভা নির্বাচনের সব আপডেট সরাসরি পাওয়া যাবে। এছাড়াও Google ও সোশ্যাল মিডিয়া থেকে সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। 23 মে সকাল 8 টায় ভোটগনণা শুরু হবে।
কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার থেকে নির্বাচনের ফলাফল সরাসরি জানতে NDTV.com/Bengali ওয়েবসাইট ওপেন করে বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ফলাসলের প্রতি মুহুর্তের খবর সরাসরি জানা যাবে।
স্মার্টফোনে NDTV বাংলা অ্যাপ ডাউনলোড করেও লোকসভা নির্বাচন ফলাফলের প্রতি মুহুর্তের আপডেট পাওয়া যাবে।
এছাড়াও ইংরাজিতে 2019 সালের লোকসভা নির্বাচন ফলাফলের প্রতি মুহুর্তের আপডেট জানতে NDTV অ্যাপ ও NDTV Lite অ্যাপ ডাউনলোড করতে পারেন।
NDTV ছাড়াও Google সার্চ থেকে সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে। বৃহস্পতিবার Google -এ ‘Election Results' অথবা ‘Election Results 2019' সার্চ করে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানা যাবে। প্রতি মুহুর্তে আপডেট হতে থাকবে Google পেজ।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় NDTV Bangla পেজ লাইক করে লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি জানতে পারবেন। Facebook এ NDTV Bangla পেজ লাইক করতে এখানে ক্লিক করুন। Twitter এ @NDTVBengali হ্যান্ডেল ফলো করতে পারেন। এছাড়াও #ResultsWithNDTV হ্যাশট্যাগ সার্চ করে লোকসভা নির্বাচন ফলাফলের সব আপডেট জানতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন