কম্পিউটার অথবা মোবাইল ফোনের ব্রাউজার থেকে নির্বাচনের ফলাফল সরাসরি জানতে NDTV.com/Bengali ওয়েবসাইট ওপেন করে বৃহস্পতিবার সকাল থেকে লোকসভা নির্বাচনের ফলাসলের প্রতি মুহুর্তের খবর সরাসরি জানা যাবে।
রসার ভারতীর সাথে হাত মিলিয়ে ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল Google। Google এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল দেখানো হবে।