অপেক্ষার অবসান, শুরু হচ্ছে Flipkart Big Billion Day Sale 2024, ফ্লিপকার্ট প্লাসের সদস্যদের জন্য থাকছে প্রবেশের অগ্রাধিকার

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 সেপ্টেম্বর 2024 11:00 IST
হাইলাইট
  • Flipkart Big Billion Days Sale 2024 - সমস্ত ব্যবহারকারীদের জন্য 27 সেপ্
  • ফ্লিপকার্ট প্লাসের গ্রাহকরা 26 সেপ্টেম্বর থেকে সেলটি উপভোগ করতে পারবেন
  • HDFC ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ক্রয়ের উপর 10 শতা

Flipkart Big Billion Days is the e-commerce platform's biggest sale of the year

Photo Credit: Flipkart

শুরু হতে চলেছে ভারতের 2024 সালের সব থেকে বড় সেল উৎসব - Flipkart Big Billion Day Sale 2024। ই-কমার্স প্লাটফর্মটি আগামী 27-সে সেপ্টেম্বর থেকে এই সেল শুরু করছে। ফ্লিপকার্ট প্লাসের সদস্যরা 24 ঘন্টা আগে মানে 26 তারিখ এই সেলে প্রবেশ করার অগ্রাধিকার পাবে। গ্রাহকরা এই সেলের মাধ্যমে বিভিন্ন দামের উপর নজরকাড়া ছাড় পাবেন, যেমন - স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচ, স্মার্ট টিভি এবং আরো অনেক কিছু। এছাড়াও এই সেলের মাধ্যমে google Pixel 8 এবং Samsung Galaxy আকর্ষণীয় দামে পাওয়া যাবে।

Flipkart Big Billion Day Sale 2024 এ প্রকাশিত স্মার্টফোনের দাম:

ইতিমধ্যেই ফ্লিপকার্ট মোবাইল অ্যাপে ই-কমার্স কোম্পানিটি বিভিন্ন স্মার্টফোনের বিশেষ ছাড়ের মাধম্যে সেলের দামে উন্মোচন করেছে। যেমন - 8 জিবি RAM এবং 128 জিবি অন্তর্নির্মিত স্টোরেজ দ্বারা সজ্জিত Google Pixel 8 ফোনটির সাধারণত দাম 75,999 টাকা, যেটি এই সেলের মাধ্যমে 40,000 টাকার নীচে উপলব্ধ হতে পারে।

একই ভাবে 8 জিবি RAM এবং 128 জিবি অন্তর্নির্মিত স্টোরেজ যুক্ত Samsung Galaxy S23 স্মার্টফোনটি সাধারণত ফ্লিপকার্টের মাধ্যমে 89,999 টাকায় পাওয়া যায়, কিন্তু এটি সেলে 40000 টাকার নিচে উপলব্ধ হবে। যাইহোক এখনো পর্যন্ত এই স্মার্টফোনগুলোর নিশ্চিত দাম প্রকাশ করা হয়নি।

অন্যদিকে Samsung Galaxy S23 FE মডেলের হ্যান্ডসেটটি সাধারনত ওয়েবসাইটের মাধ্যমে 79,999 টাকায় পাওয়া যায়, তবে মনে করা হচ্ছে যে, সেলে এই ফোনটি 30,000 টাকার বিনিময়ে উপলব্ধ থাকবে। অসাধারণ কার্যক্ষমতা যুক্ত Poco X6 Pro 5g ফোনটি 20,000 টাকার নিচে পাওয়া যাবে বলে প্রকাশ করা হয়েছে।

এখনো পর্যন্ত অন্যান্য স্মার্টফোনগুলির সেলের দাম প্রকাশ করা হয়নি, তবে কোম্পানী নিশ্চিত করেছেন যে, CMF Phone 1, Nothing Phone 2a, Poco M6 Plus, Vivo T3X, Infinix Note 40 Pro এবং আরো অনেক স্মার্টফোনগুলি অসাধারণ ছাড়ের মাধ্যমে ক্রয়ের জন্য উপলব্ধ থাকবে।

উল্লেখযোগ্য ভাবে, ফ্লিপকার্ট নির্দিষ্ট ছাড়ের উপরে গ্রাহকদের জন্য অতিরিক্ত ব্যাঙ্ক অফারের সুবিধা প্রদান করছে। HDFC ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে, গ্রাহকরা তাদের ক্রয়ের উপর তাৎক্ষণিক 10 শতাংশ ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট UPI এর মাধ্যমে লেনদেন করে গ্রাহকরা 50 টাকা অবধি ছাড় পেতে পারেন।
এছাড়াও ফ্লিপকার্ট জানিয়েছে যে, Flipkart Pay Letter টুল টি ব্যবহার করে গ্রাহকরা এক লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট করতে পারবেন । ফ্লিপকার্ট Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা No Cost EMI এর বিকল্পটির সুবিধা পেয়ে যাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির Vivo ফোন 8,300 টাকা সস্তা হল!
  2. Realme GT 8 Pro নভেম্বরে ভারতে লঞ্চের ঘোষণা হল, 200MP ক্যামেরায় ঝড় তুলবে
  3. iQOO Neo 11 লঞ্চ হল, এত কমে 16 জিবি র‍্যাম, 7,500mAh ব্যাটারি, 2K অ্যামোলেড ডিসপ্লে কেউ দিতে পারবে না
  4. Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
  5. Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
  7. Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
  8. Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
  9. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  10. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.