শুরু হতে চলেছে চলতি বছরের ফিল্পকার্টের বার্ষিক সেল উৎসব। বিভিন্ন ধরনের স্মার্টফোনের উপর থাকছে বিশেষ ছাড়। ইতিমধ্যেই ফ্লিপকার্ট মোবাইল অ্যাপের মাধ্যমে সেগুলি প্রকাশ করা হয়েছে। এছাড়াও ল্যাপটপ , ট্যাবলেট , স্মার্টওয়াচ ইত্যাদির উপর থাকছে অসাধারণ ছাড়। ফ্লিপকার্ট প্লাসের সদস্যদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তারা 26 সে সেপ্টেম্বর এই সেলে প্রবেশ করতে পারবে।