Amazon, Flipkart কে টেক্কা দিতে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড। রিলায়েন্স রিটেলের মাধ্যমে নতুন JioMart পরিষেবা কাজ করবে। শুরুতে নভি মুম্বাই, থানে ও কল্যাণে JioMart শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি।ধীরে ধীরে গোটা দেশে রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের ই-কমার্স প্ল্যাটফর্ম ছড়িয়ে পড়বে। গত বছর প্রথম ই-কমার্স পরিষেবা লঞ্চের আভাস দিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি। কোন প্রোডাক্ট ফেরত দিতে চাইলে গ্রাহককে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না। এছাড়াও থাকছে এক্সপ্রেস ডেলিভারির সুবিধা। “দেশকি ন্যয়ি দুকান” (দেশের নতুন দোকান) নামে JioMart কে মানুষের সামনে নিয়ে এসেছে মুকেশ আম্বানির কোম্পানি। Amazon ও Flipkart থেকে যে সব গ্রাহক মুদিখানার জিনিস কেনাকাটা করেন প্রধানত সেই গ্রাহকদের কথা মাথায় রেখেই সামনে এল JioMart।
Mint এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে শুরুতে সব Jio গ্রাহককে JioMart এর প্রথম অফারের সুবিধা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রি-রেজিস্টার করলে গ্রাহকরা 3,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন।
শুরুতে দৈনন্দিন ব্যবহারের জিনিস বিক্রি হবে JioMart থেকে। এর মধ্যে থাকছে সাবান, শ্যাম্পু এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রীর মতো জিনিসগুলি। JioMart লঞ্চের পরে Amazon Prime পরিষেবা চাপে পড়তে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন