ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি।
Jio Fiber এর মাধ্যমে ভারতবাসীর ধরে ঘরে ফাইবার ব্রডব্যান্ড পাঠিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে মুকেশ আম্বানি। 700 টাকা থেকে 10,000 টাকা প্রতি মাসের মধ্যে ফাইবার ব্রডব্যান্ডের বিভিন্ন প্ল্যান ব্যবহার করা যাবে।
12 অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারন সভায় Jio GigaFiber এর বাণিজ্যিক পরিষেবা শুরুর ঘোষনা করবেন মুকেশ আম্বানি। এখন নির্বাচিত কিছু গ্রাহককে GigaFiber পরিষেবা দেয় Jio। জানা গিয়েছে শিঘ্রই ইন্টারনেট কানেকশনের সাথে আইপিটিভি আর ভয়েস কলিং পরিষেবা নিয়ে আসছে মুম্বাই এর কোম্পানিটি।
গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন।