গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন।
গ্রাহক প্রতি Jio মাসে 126.2 টাকা লাভ করেছে
2019 সালের প্রথম ত্রৈমাসিক রিপোর্ট প্রাক করেছে Reliance Jio Infocomm Limited (RJIL)। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে মোট 2.66 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছেন। 31 মার্চ কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 30.67 কোটি। এছাড়াও গ্রাহক প্রতি কোম্পানির আয়ের ক্ষতিয়ান প্রকাশ করেছে Jio।
31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে Jio –র মোট গ্রাহক সংখ্যা ছিল 28 কোটি। 2018 সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট 2.79 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন।
রিপোর্টে জানানাও হয়েছে গ্রাহক প্রতি Jio –র আয়ের পরিমান 126.2 কোটি টাকা। এই মুহুর্তে আর কোন টেলিকম কোম্পানি গ্রাহক প্রতি এত আয় করতে পারেনি। 2019 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে Jio গ্রাহকরা মোট 956 কোটি GB ডেটা ব্যবহার করেছেন। গ্রাহক প্রতি মাসে গড় ডেটা ব্যবহারের পরিমান 10.9GB। Jio গ্রাহকরা 2019 সালের প্রথম তিন মাসে মোট 500 কোটি ঘন্টা ভিডিও স্ট্রিম করেছেন। এছাড়াও মোট 72414 কোটি ঘন্টা ভয়েস কল করেছেন Jio গ্রাহকরা। মাসে প্রতি গ্রাহক গড়ে 823 মিনিট ফোনে কথা বলেছেন।
টেলিকম ছাড়াও বাজারে আসছে কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা Jio GigaFiber। 1,600 শহরে এই পরিষেবা পৌঁছে যাবে। কোম্পানির সাফল্যের কথা বলতে RIL চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টার মুকেশ আম্বানি জানিয়েছেন, “30 কোটি গ্রাহক Jio নেটওয়ার্কে যুক্ত হওয়ায় আমরা গর্বিত। বিশ্বের অন্যতম বৃহৎ নেটওয়ার্ক Jio। শিঘ্রই ভারতের প্রত্যেক জেলা, এলাকা ও গ্রামে Jio নেটওয়ার্ক পৌঁছে যাবে। গোটা দেশের 99 শতাংশ নাগরিকের কাছে এই নেটওয়ার্ক পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series Price in India, Design and Launch Timeline Leaked: Expected Specifications, Features