ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। শুরুতে এই প্ল্যাটফর্মে 50,000 এর বেশি মুদিখানার জিনিস পাওয়া যাবে। নুন্যতম অর্ডার ভ্যালু ছাড়াও বাড়ি বাড়ি এই JioMart এর মাধ্যমে বাড়ি বাড়ি ডেলিভারি করবে কোম্পানি।
আপাতত পশ্চিম ভারতে 12 লক্ষ রিটেলার ও দোকানদারকে নিয়ে এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম শুরু হবে। বিশ্বের সবথেকে দ্রুত বাড়তে থাকা ই-কমার্স বাজার এখন লক্ষ্য মুকেশ আম্বানির।