Photo Credit: Apple
বিগত মঙ্গলবার আইফোনের জন্য অ্যাপেল কোম্পানী iOS 18.2 পাবলিক বিটা 1 আপডেট রোলআউট করেছে।এটি ডেভেলপার বিটা প্রকাশ হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে এসেছে।নতুন আপডেটটি অনেকাংশে কোম্পানীর Apple Intelligence-কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)স্যুট দ্বারা চালিত বৈশিষ্ট্যগুলির বিস্তার ঘটাবে।
এটির সাথে ইমেজ প্লেগ্রাউন্ড,জেনমজি,Siri-র মধ্যে ChatGPT-র সংযুক্তিকরণ এবং আরও অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপেলের নতুন iPhone 16 সিরিজটিতে বিভিন্ন ক্যামেরা নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য আছে।
অ্যাপেল তাদের কিছুসংখ্যক AI-বৈশিষ্ট্যগুলি তাদের 2024সালে জুনমাসে অনুষ্ঠিত Worldwide Developers Conference-এর মধ্যে দেখিয়েছিল, কিন্তু সেগুলির মধ্যে মাত্র কয়েকটি প্রকাশ করেছ। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে,ঘোষণা করা হয়েছিল, Siri-র মধ্যে ChatGPTএবং ইমেজ প্লেগ্রাউন্ড-এর একত্রীকরণ,তবে এতদিন এদুটি পাবলিক বিটা থেকে বাদ ছিল।
iOS 18.2 পাবলিক বিটা 1,ইমেজ প্লেগ্রাউন্ড যুক্ত করেছে,যেটি ব্যবহারকারীদের ছবির বিবরণ দিয়ে জেনারেটিভ AI-এর মাধ্যমে, AI ইমেজ তৈরি করতে দেবে।ব্যবহারকারীরা তাদের বিভিন্ন আর্ট স্টাইল বেছে এবং অনুপ্রেরণার জন্য তাদের ফটোঅ্যাপ থেকে একজন রেফারেন্স ব্যক্তির ছবি বেছে নিয়ে কাজ করতে পারবে। এছাড়াও অ্যাপটিতে জেনমজির বৈশিষ্ট্য আছে,যেটি প্লেগ্রাউন্ডএর মতো সবকিছুই করতে পারবে,কিন্তু শুধু কাস্টম ইমেজ তৈরির জন্য। কোম্পানীর মতে,তৈরীকরা ছবিগুলি বিভিন্ন অ্যাপের মাধ্যমে শেয়ার করা যাবে,যেমন-মেসেজ,নোট এবং কীনোট।
অন্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল-Image Wand ফিচার,যেটিতে Apple Intelligence-ব্যবহার করে নোটঅ্যাপের মধ্যে ব্যবহারকারীরা স্কেচকে বাস্তব ইমেজে পরিবর্তন করতে পারবে।
এই সমস্ত ইমেজ এবং ইমোজি সংক্রান্ত বৈশিষ্ট্য ছাড়াও,আপডেটির অন্য একটি লক্ষ্যনীয় বৈশিষ্ট্য হলো,Siri-র মধ্যে ChatGPT-র একত্রীকরণ। আইফোন ব্যবহারকারীরা OpenAI-এর লার্জ ল্যাংগুয়েজ মডেলটির(LLM)সুবিধা নিয়ে,সেখানে Siri (অ্যাপেল ভয়েস অ্যাসিস্ট্যান্ট)-এর থেকে ডকুমেন্ট এবং ছবির বিষয়ে প্রশ্ন এবং তার সমন্ধে বিস্তারিত তথ্য পাবে। এছাড়াও এখন ChatGPT, অ্যাপেল ইন্টেলিজেন্স স্যুটের লেখার টুলের মধ্যে আছে।এটি বর্তমানে টেক্স প্রম্পটের উপর ভিত্তিকরে লেখাটিকে পরিবর্তন করতে সক্ষম এবং আগের কোনো লেখাকে বিশ্লেষণ করে নতুনভাবে লিখতে সক্ষম।
এদিকে,Siri-র অংশ হিসেবে আইফোনে ChatGPT ব্যবহার করতে গেলে,স্বেচ্ছায় সাইন-ইন করা আবশ্যক। আইফোন ব্যবহারকারীরা তাদের একাউন্টে একটি পেইড ChatGPTঅ্যাকাউন্ট ব্যবহার করে,আরো কার্যকরী OpenAI-মডেল কোনরকম দৈনিক সীমাবদ্ধতা ছাড়া ব্যবহার করতে পারবে।
“ iphone 16-এর ক্যামেরা বোতামটি ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের”সহয়তায় একটি নতুন সুবিধা পেয়েছে।এটি অ্যাপেলের “গুগল লেন্সের নিজস্ব সংস্করণ,যেটি ব্যবহারকারীদের, ক্যামেরাটিকে একটি বস্তুর দিকে নির্দেশ করে সেটির সম্পর্কে ওয়েবে সার্চ করা এবং সেটির সমন্ধে বেশি জানার জন্য ChatGPT-তে জিজ্ঞাসা করতে সাহায্য করবে।
এছাড়াও এই আপডেটটির মধ্যে একটি পুনর্গঠিত ইমেইল অ্যাপ আছে, যেটি নিজ ফোনে Apple Intelligence- এর মাধ্যমে, ইংলিশ(অস্ট্রেলিয়া), ইংলিশ(কানাডা),এবং ইংলিশ( নিউজিল্যান্ড) এই তিনটি আঞ্চলিক ভাষায় শ্রেণীবিন্যাস করতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন