বিএসএনএল এবং রিলায়েন্স জিও কে টক্কর দিতে, ভারতী এয়ারটেল এখন প্রিপেইড প্যাকেজগুলিতে 'ট্রুলি আনলিমিটেড' ডেটা পরিষেবা দিতে শুরু করেছে। 199 টাকা মূল্যের থেকে এর দাম শুরু। এই নতুন প্রযুক্তিতে ফেয়ার ইউসেজ পলিসি বা FUP সীমা অতিক্রম করার পরেও 128 kbps গতিতে ডেটা পাওয়া যাবে। বিএসএনএল ইতিমধ্যেই তার ডেটার গতি 128 kbps করে দিয়েছে প্রিপেইড গ্রাহকদের জন্য। অন্যদিকে জিও এটি 128 কেবিপিএস থেকে কমিয়ে 64 কেবিপিএস করে দিয়েছে, তাদের গ্রাহকদের অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের সীমা পেরিয়ে যাওয়া কমাতে। মার্চ মাসে, এয়ারটেল নিয়ে আসে তার 995 টাকার প্যাকটি যাতে প্রথম বার এই ট্রুলি আনলিমিটেড পরিষেবা পাওয়া যাচ্ছিল ভয়েস কলের জন্য।
প্রথমবার এটি লক্ষ করে দেখা হয় টেলিকম টকে-র সময়। এয়ারটেল গ্রাহকরা যাঁরা আনলিমিটেড প্রিপেইড প্যাক কিনেছেন, তাঁরা সকলেই 128 কেবিপিএসের FUP গতি পাবেন। সুতরাং আপনি যদি 199 টাকার একটি প্যাক (যা কিনা প্রতিদিন 1.4 জিবি ডেটা দেয়), বর্তমানে ব্যবহার করেন তবে সেটির ডেটা ব্যবহারের দৈনিক সীমা পেরিয়ে গেলে আপনাকে আরো রিচার্জ করতে হবে না। 128Kbps এর গতিতে এর পরে আপনি ডাটা পাবেন। পূর্বে, এয়ারটেল প্রতি কিলোবাইট এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নিতো সীমার অতিরিক্ত ডেটা ব্যবহারের ক্ষেত্রে। এটি অবশ্য ব্রডব্যান্ড গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইতিমধ্যেই তারা ব্যবহার সীমা অতিক্রম করার পর 512kbps গতিতে ডেটা পাচ্ছেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া-র 2018 নির্দেশ অনুসারে।
এয়ারটেলের একজন গ্রাহক পরিষেবা আধিকারিক নিশ্চিত করেছেন যে গেজেট 360, যাতে 128kbps গতিতে সীমাহীন ডেটা পাওয়া যায়, তা কেবল দৈনিক ডেটা সীমাযুক্ত প্যাকেজগুলির জন্য কার্যকর। এর অর্থ, যদি আপনি আপনার প্রিপেইড একাউন্টটি শুধুমাত্র একটি ডেটা-ওনলি প্যাক বা একটি স্বাভাবিক আনলিমিটেড প্যাক দিয়ে রিচার্জ করে থাকেন যা মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণের ডেটা পরিষেবা দিয়ে থাকে, তবে আপনাকে নির্দিষ্ট সীমার অতিরিক্ত ডেটা পাওয়ার জন্য প্রতি Kbps হিসাবে পুনরায় রিচার্জ করতে হবে। এয়ারটেলের জন্য অবশ্য এটি যুক্তিযত কারণ কেবল দৈনিক ডেটা পরিষেবাযুক্ত প্যাকেই ডেটা সীমা পেরিয়ে যেতে পারে এবং আবার রিচার্জ করতে হতে পারে।
নতুন এই অভিজ্ঞতা গ্রহণের জন্য, আপনাকে কোনও নতুন রিচার্জ করতে হবে না। আপনার বর্তমান আনলিমিটেড প্যাকগুলিকে ইতিমধ্যেই 128Kbps FUP অতিক্রান্ত গতির ডেটাসহ আপগ্রেড করা হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন