Honor 8C দাম কমানোর ঘোষণা করল Huawei এর সাব ব্র্যান্ড Honor। কোম্পানি জানিয়েছে সীমিত সময়ের জন্য এই ফোনের দাম কমানো হয়েছে। কতদিন কম দামে Honor 8C কেনা যাবে তা জানায়নি চিনের কোম্পানিটি। গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্ট ফোন। এরপর থেকেই শুধুমাত্র Amazon থেকে বিক্রি হয়েছে Honor 8C। দুটি আলাদা মেমোরি ও স্টোরেজ অপশন এ পাওয়া যায় 8C। এই ফোনের প্রধান আকর্ষণ ডুয়াল ক্যামেরা, Snapdragon 632 চিপসেট আর 4,000mAh ব্যাটারি।
আরও পড়ুন: 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা, Super AMOLED ডিসপ্লে সহ বাজারে ঝড় তুলবে Vivo V15 Pro
1,000 টাকা দাম কমে 4GB RAM/32GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 10,999 টাকা। তবে 64GB স্টোরেজে Honor 8C কিনতে খরচ হবে 12,999 টাকা। চারটি আলাদা রঙে ভারতে পাওয়া যাবে Honor 8C।
দাম কমার সাথেই Amazon থেকে Honor 8C কিনলে Jio ও HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার।
আরও পড়ুন: এটাই নতুন Samsung Galaxy S10e?
আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr
Honor 8C তে প্রিলোডেড থাকবে Andrroid 8.1 Oreo অপারেটিং সিটেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। এর সাথেই Huawei এর সব অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে এই ফোনে। Honor 8C এর সামনে রিয়েছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 632 চিপসেট, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা, নচ ডিসপ্লে আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম।
ছবি তোলার জন্য Honor 8C তে রয়েছে 13MP+2MP রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের সামনে সেলফি তোলার জন্য থাকছে 8MP ক্যামেরা।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
কানেক্টিভিটির জন্য Honor 8C তে থাকছে Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2 LE with aptX, GPS/ A-GPS, GLONASS, BeiDou একটি Micro-USB পোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন