লঞ্চের আগে স্পেসিফিকেশন ফাঁস হয়ে যাওয়ার পরে Vivo V15 Pro ফোনের দাম সামনে এসেছে। টুইটারে এক ব্যক্তি জানিয়েছেন ভারতে Vivo V15 Pro কিনতে 33,000 টাকা খরচ হবে।
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা
20 ফেব্রুয়ারি লঞ্চ হবে Vivo V15 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছেন। শুক্রবার এই ফোনের টিচার লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি। এই ফোনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: এটাই নতুন Samsung Galaxy S10e?
লঞ্চের আগে স্পেসিফিকেশন ফাঁস হয়ে যাওয়ার পরে Vivo V15 Pro ফোনের দাম সামনে এসেছে। টুইটারে এক ব্যক্তি জানিয়েছেন ভারতে Vivo V15 Pro কিনতে 33,000 টাকা খরচ হবে।
আরও পড়ুন: ভারতে Redmi Note 7 লঞ্চ: পাঁচটি আকর্ষনীয় তথ্য
Vivo V15 Pro .39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। মনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
আরও পড়ুন: ফোল্ডেবল ডিসপ্লে সহ স্মার্টফোন দুনিয়ায় বিপ্লব আনবে নতুন Motorola Razr
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo V15 Pro ফোনের ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
CES 2026: Samsung to Unveil Bespoke AI Laundry Combo, Jet Bot Steam Ultra Robot Vacuum, and More
Samsung Exynos 2600 Details Leak Ahead of Galaxy S26 Launch; Could Be Equipped With 10-Core CPU, AMD GPU