iPhone অথবা iPad কে বিদায় জানানোর সময় তার সব ডাটা ডিলিট করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এছাড়াও অনেক সময় ফোন স্লো হলে বা স্টোরেজ ফুল হলে আমরা ডিভাইস রিসেট করি। এছাড়াও ফোনে কোন সমস্যা দেখা দিলে তা ঠিক করার কোন উপায় খুঁজে না পেলেও আমরা iPhone অথবা iPad রিসেট করি। তবে এই উপায় ব্যবহার করার আগে জেনে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একবার রিসেট হলে সেই ডাটা আর কোন ভাবেই ফিরে পাওয়া সম্ভব না। তাই রিসেট করার আগে গুরুত্বপূর্ণ সব ডাটা কম্পিউটারে ব্যাক আপ নিয়ে রাখা প্রয়োজন।
iPhone অথবা iPad ফ্যাকট্রি রিসেট করা খুবই সহজ কাজ। তবে এই কাজ করার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ডাটার ব্যাক আপ নিয়ে রাখুন। একবার রিসেট করলে ডিভাইসের কোন ডাটা আর ফেরত পাওয়া যাবে না।
1. Settings > General > Reset এ যান।
2. এখানে ‘Erase All Content and Settings’ এ ট্যাপ করুন।
3. এরপরে সব ডাটা ব্যাক আপ নেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে।‘Back Up Then Erase’ এ ট্যাপ করুন।
4. ব্যাক আপ না নিতে চাইলে ‘Erase Now’ তে ট্যাপ করুন।
5. এবার আপনার পাস্কোড চাওয়া হবে। তা সঠিক ভাবে দিলেই আপনার iPhone রিসেট হয়ে যাবে।
আপনি যদি পুরো ফোন রিসেট না করে ডিভাইসের কিছুটা অংশ রিসেট করতে চান তাও করতে পারেন। এর জন্য Settings > General > Reset এ গিয়ে device settings, network settings, keyboard dictionary, home screen layout, and location & privacy ইত্যাদি রিসেট করার আলাদা অপশান পেয়ে যাবেন।
আপনার ডিভাইস কেবেল দিয়ে পিসি ব্যা ম্যাকে কানেক্ট করেও রিসেট করা সম্ভব।
1. আপনার ডিভাইস পিসি বা ম্যাকে কানেক্ট করে iTunes ওপেন করুন।
2. iTunes এ ডিভাইস আইকন আসা পর্যন্ত অপেক্ষা করুন। আইকন এসে গেলে আইকনে ক্লিক করুন।
3. এবার ডিভাইসে পাসকোড চাইবে। পাসকোড দিয়ে দিন। এছাড়াও আপনি “Trust this computer” এ ট্যাপ করুন।
4. এবার কম্পিউটারে iTunes এ Restore iPhone এ ক্লিক করুন।
5. এরপরে ‘Restore’ বাটনে ক্লিক করে ফ্যাকট্রি রিসেট শুরু করুন।
For more tutorials, visit our How To section.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন