iPhone সহ একাধিক Apple প্রোডাক্ট সস্তা হল Amazon –এ
সস্তা হয়েছে iPhone, MacBook ল্যাপটপ, Apple Watch, iPad সহ একাধিক Apple প্রোডাক্ট। 28 মার্চ পর্যন্ত Amazon এ Apple প্রোডাক্টে সেল চলবে। সাত দিনের এই সেলে বিভিন্ন Apple প্রোডাক্টে ডিসপকাউন্টের সাথেই থাকছে নো-কস্ট ইএমআই ও একাধিক পেমেন্ট অপশানের সুবিধা।