Apple iPad Pro M5 আগের তুলনায় বেশি কর্মক্ষমতা ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষমতা অফার করে।
Photo Credit: Apple
M5 চিপের সঙ্গে নতুন iPad Pro
Apple আজ পাওয়ারফুল M5 চিপের সঙ্গে নতুন iPad Pro লঞ্চের ঘোষণা করল। এটি মার্কিন টেক জায়ান্টটির সর্বাধুনিক আইপ্যাড প্রো মডেল। iPad Pro M5 আগের তুলনায় বেশি কর্মক্ষমতা ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষমতা অফার করে। এক কথায়, পারফরম্যান্সের দিক থেকে বাজিমাত করেছে। এটি আরও দ্রুত এবং স্থিতিশীল ওয়্যারলেস কানেক্টিভিটি প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে। আইপ্যাড প্রো-এর নতুন সংস্করণ 11 ইঞ্চি ও 13 ইঞ্চি স্ক্রিনের সাইজে উপলব্ধ। দ্বিতীয়টি মাত্র 5.1 মিমি স্লিম। উভয় মডেলেই আলট্রা রেটিনা XDR ডিসপ্লে ও নতুন 10-কোর জিপিইউ এবং 16-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে।
নতুন iPad Pro M5 ভারতে অ্যাপলের অনলাইন স্টোরের মাধ্যমে প্রি-অর্ডার করা যাচ্ছে ও অক্টোবর 22 থেকে বিক্রি শুরু হবে। 11 ইঞ্চি iPad Pro-এর Wi-Fi ভেরিয়েন্টের দাম 99,999 টাকা থেকে শুরু হচ্ছে। Wi-Fi + সিম মডেলের দাম শুরু হচ্ছে 1,19,900 টাকা থেকে। বড় 13 ইঞ্চি মডেলের Wi-Fi ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 1,29,900 টাকা থেকে। আর সেলুলার কানেক্টিভিটি বা সিম সাপোর্ট চাইলে 1,49,900 টাকা খরচ করতে হবে।
আইপ্যাড প্রো এম5 পাওয়া যাবে 256 জিবি, 512 জিবি, 1 টিবি, 2 টিবি স্টোরেজ অপশনে। কালারের মধ্যে স্পেস ব্ল্যাক ও সিলভার বিকল্প আছে। এডুকেশন প্রোগ্রামের অধীনে ট্যাবলেটটি কিছুটা কম দামে কেনা যাবে৷ 11 ইঞ্চি ও 13 ইঞ্চি ভার্সনের দাম যথাক্রমে 89,900 টাকা এবং 1,09,900 টাকা থেকে শুরু হচ্ছে।
নতুন M5 চিপসেট সহ Apple iPad Pro AI পারফরম্যান্সের নিরিখে iPad Pro M4-এর চেয়ে 3.5 গুণ দ্রুত এবং M1 চিপ যুক্ত iPad Pro মডেলটির তুলনায় 5.6 গুণ ফাস্ট। ট্যাবে নতুন 10-কোর জিপিইউ ও 16-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে, যা অন-ডিভাইসে AI এফিশিয়েন্সি উন্নত করে, বিশেষ করে অ্যাপলের ফাউন্ডেশন AI মডেল এবং ইমেজ প্লেগ্রাউন্ড 3-এর মতো অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার্স ব্যবহার করে এমন অ্যাপগুলির জন্য।
আইপ্যাড প্রো-তে নতুন আপডেটগুলি মূলত সৃজনশীল কাজ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত কাজের উপর আবর্তিত। গ্রাফিক্স ডিজাইন, 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং, ও অন-ডিভাইস জেনারেটিভ AI বিষয়ক জটিল কাজ আরও দক্ষ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সাহায্য করবে। অ্যাপল 16 জিবি ইউনিফায়েড মেমরি (র্যাম) অফার করছে। ট্যাবের সামনে এবং পিছনে 12 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।
iPad Pro M5 ট্যাবের 11 ইঞ্চি এবং 13 ইঞ্চি ভেরিয়েন্টে আল্ট্রা রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এটি একটি OLED প্যানেল যা প্রোমোশন এবং ট্রুটোন সমর্থন করে। এটি SDR এবং HDR উভয় কন্টেন্টের জন্য 1,000 নিট ফুল-স্ক্রিন ব্রাইটনেস প্রদান করে। সর্বোচ্চ HDR ব্রাইটনেস 1,600 নিট। ডিভাইসটি ইউএসবি টাইপ সি চার্জারে 30 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। এতে Wi-Fi 7 এবং ব্লুটুথ 6 সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন