ভারতে iPad (10.2 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে।
iPad (2019) তে থাকছে 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে
সেপ্টেম্বর মাসে নতুন iPad মডেল লঞ্চ করেছে Apple। নতুন iPad এ থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। 100 শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরী হয়েছে নতুন 10.2 ইঞ্চি iPad। 4 অক্টোবর এই ট্যাবলেট বিক্রি শুরু করবে Apple। এখনও Apple ওয়েবসাইটে প্রি-অর্ডার সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।
ভারতে iPad (10.2 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Wifi কানেক্টিভিটি আর 32GB স্টোরেজ। 128GB মডেলের দাম 37,900 টাকা। Wifi + সেলুলার ভেরিয়েন্টে 32GB স্টোরেজের iPad (10.2 ইঞ্চি) কিনতে 40,900 টাকা খরচ হবে। 128GB স্টোরেজে সেলুলার iPad (10.2 ইঞ্চি) এর দাম 49,900 টাকা। সিলভার, স্পেস গ্রে আর গোল্ড কালারে পাওয়া যাবে এই ট্যাবলেট। 4 অক্টোবর বিক্রি শুরু হচ্ছে।
iPad (10.2 ইঞ্চি) মডেলে থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে A10 Fusion চিপ। সুরক্ষার জন্য এই ট্যাবলেটে টাচ আইডি ব্যবহার করেছে Apple। ফাস্ট কানেক্টিভিটির জন্য থাকছে গিগাবিট এলটিই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed