30 অক্টোবর নিউ ইয়র্কে এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে। নতুন 16 ইঞ্চি MacBook Pro মডেলে নতুন ডিজাইনের কি-বোর্ড ব্যবহার হবে।
30 অক্টোবর নিউ ইয়র্কে একাধিক প্রোডাক্ট লঞ্চ করবে Apple
সেপ্টেম্বর মাসে নতুন iPhone 11 সিরিজ, নতুন iPad আর নতুন Apple Watch লঞ্চ করেছিল Apple। অক্টোবর মাসে আরও কয়েকটি হার্ডওয়্যার প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে কুপার্টিনোর কোম্পানিটি। 2019 সালের অক্টোবর মাসে নতুন 16 ইঞ্চ MacBook Pro আর নতুন iPad Pro মডেল লঞ্চ করবে Apple।
30 অক্টোবর নিউ ইয়র্কে এই প্রোডাক্টগুলি লঞ্চ হবে। নতুন 16 ইঞ্চি MacBook Pro মডেলে নতুন ডিজাইনের কি-বোর্ড ব্যবহার হবে।
15 ইঞ্চি MacBook Pro এর সাইজেই 16 ইঞ্চি MacBook Pro লঞ্চ হবে। যদিও পাতলা বেজেল থাকার কারনে বড় ডিসপ্লে থাকবে। এই ল্যাপটপের 16 ইঞ্চি ডিসপ্লেতে 3072×1920 রেসোলিউশন থাকবে।
2018 সালে 11 ইঞ্চি আর 12.9 ইঞ্চি iPad Pro লঞ্চ করেছিল Apple। কোম্পানির হাই এন্ড ট্যাবলেট সিরিজে আপডেট আসতে চলেছে। iPhone 11 সিরিজের ফোনের মতোই নতুন iPad Pro মডেলে থাকতে পারে A13 চিপ।
এছারাও একটি ট্র্যাকিং প্রোডাক্ট লঞ্চ করতে পারে Apple। ছোট্ট এই প্রোডাক্ট যে কোন জিনিসে লাগিয়ে রাখলে সহজেই তা খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery