iQOO Z10 Lite 4G ডুয়াল ক্যামেরার সঙ্গে এসেছে
Photo Credit: iQOO
iQOO Z10 Lite 5G গত জুনে ভারতে 10,000 টাকার মধ্যে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটির সঙ্গে কিছুটা সাদৃশ্য বজায় রেখে এবার আত্মপ্রকাশ করল iQOO Z10 Lite 4G। ফাইভ-জি নেটওয়ার্ক সাপোর্ট বাদ দিলে ফোনটি আরও বেশি উন্নত ফিচার্স অফার করে। ভিভোর সাব ব্র্যান্ডটির নতুন হ্যান্ডসেটে Snapdragon 685 প্রসেসর ব্যবহার হয়েছে। iQOO Z10 Lite 4G এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে IP68 এবং IP69 জলরোধী কাঠামো, AMOLED ডিসপ্লে, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি, 256 জিবি অনবোর্ড, স্টোরেজ, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ডুয়াল-ব্যান্ড WiFi।
ডুয়াল সিমের iQOO Z10 Lite 4G স্মার্টফোনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ (1,080x2,400 পিক্সেল) রেজোলিউশন এবং 1,200 নিট পিক ব্রাইটনেস, ও 394 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। হ্যান্ডসেটটিতে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেওয়া হয়েছে। চিপটি 8 জিবি LPDDR4X র্যাম এবং 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
iQOO Z10 Lite 4G অ্যান্ড্রয়েড 15 নির্ভর Funtouch OS 15 কাস্টম সফটওয়্যার দ্বারা পরিচালিত। ধুলো ও জল থেকে যাতে ক্ষতি না হয় তার জন্য IP68 + IP69 রেজিট্যান্স রেটিং আছে। এতে Z10 Lite 5G ভার্সনের মতো 6,000mAh ক্ষমতার ব্যাটারি (15 ওয়াট) থাকলেও, চার্জিং স্পিড (44 ওয়াট) বেশি। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G LTE, ব্লুটুথ 5.0, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, USB টাইপ-সি 2.0 পোর্ট, GPS, ইত্যাদি।
আইকিউ জেড10 লাইট 4G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করছে। মেইন ক্যামেরায় F/1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল সেন্সর ও সেকেন্ডারি ক্যামেরায় একটি 2 মেগাপিক্সেল লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফি ও ভিডিয়ো চ্যাটের জন্য সামনের দিকে 8 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
iQOO Z10 4G রাশিয়ায় লঞ্চ হয়েছে। সেখানে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম 16,999 রুবল, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকার সমান। আর 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,499 রুবল (প্রায় 20,300 টাকা)। হ্যান্ডসেটটি তাইগা (সবুজ) এবং গ্লেসিয়ার (সাদা) রঙে (রাশিয়ান থেকে অনুবাদ করা হয়েছে) পাওয়া যাচ্ছে। এটি ভারতে কবে আসতে পারে সেই নিয়ে কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এদেশে লঞ্চ হলে 8,000 টাকার মধ্যে দাম থাকলে ক্রেতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.