আমাদের মধ্যে বেশির ভাগ লোকই কোনো রকম যত্ন ছাড়াই স্মার্টফোনের ব্যবহার করে থাকি. কোনো রকম লক না থাকলে আমাদের বেশি সুবিধা হয়, কারণ যাতে সহজেই তা ব্যবহার করা যায়. কিন্তু এইভাবে চলাটা খুবই বিপদজনক বলে প্রমাণিত হতে পারে. সাধারণ মানুষদের আর্থিক ও ব্যক্তিগত তথ্য চুরি করার জন্য অনেক সময় হ্যাকার্সরা এই ধরনের ডিভাইসেরই অনুসন্ধান করে থাকে.
যেমন ধরুন, ইমেল একাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার বহু ব্যাঙ্কিং তথ্যের সাথে সাথে বহু গুরুত্বপূর্ণ সংবেদনশীল পাসওয়ার্ড লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে. 'সাইবার হাইজিনের' সাহায্যে আপনি অনেক বড়ো বিপদের হাত থেকে বাঁচতে পারেন. ফোনে অবশ্যই পাসওয়ার্ডের ব্যবহার করুন. চার ডিজিটের পাসওয়ার্ড সহ সেল্ফ-ডিস্ট্রাক্ট ফিচার এক্টিভেট করতে পারলে আপনার ফোন সম্পূর্ণ রূপে সুরক্ষিত হয়ে যাবে. সেল্ফ ডিস্ট্রাক্ট ফিচার অনুসারে বারংবার ভুল পাসওয়ার্ড টাইপ করলে আপনার সমস্ত গোপনীয় তথ্য উড়ে যাবে. আপনি যদি 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার পাসওয়ার্ড অনুমান করা 100 গুন কঠিন হয়ে দাঁড়াবে. এন্ড্রয়েড বা আইফোন যাই ব্যবহার করুন না কেন, আপনি এর সুবিধা পেতে পারেন. এই সুবিধানুসারে দশবার ভুল পাসওয়ার্ড দিলে সমস্ত ডেটা নিজের থেকেই লুপ্ত হয়ে যাবে.
আইফোনে ডিফল্টে ইনক্রিপ্সান চলে, এতে করে ফোনে ষ্টোর করা ডেটা নির্গত করা যায় না বা অন্য কোনো কম্পিউটারে তা পড়া যাবে না. এন্ড্রয়েড ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে এক্টিভেট করতে হবে. বাজারে শুধুমাত্র 2.3 এন্ড্রয়েড ডিভাইজেই এই ভার্সন চলছে. এই এপ্প আইফোনে উপলব্ধ, কিন্তু ফোন হারানোর আগেই আপনাকে সেটআপ করে নিতে হবে. এক্টিভেশান লকের জন্য কোনো চোর আপনার ফোন বিক্রি করতে পারবে না. এপেল আইডি না জানলে পুনরায় এক্টিভেট করা যাবে না. এই সফ্টওয়ার আপডেট করতে ভুলবেন না, কম্পানি গুলি নিজেদের সুবিধানুসারে আপডেট উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়, আপনাকে যখনি আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখনি অবশ্যই ইনস্টল করুন.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন