2018 সালের সুপারহিট দশটি স্মার্টফোন

2018 সালের সুপারহিট দশটি স্মার্টফোন

2018 সালে ভারতের স্মার্টফোন বাজারে আধিপত্য দেখিয়েছে Xiaomi

বিজ্ঞাপন

ভারতের বৃহত্তম টেক নিউজ ও রিভিউ ওয়েবসাইট হিসাবে বাজারে যে কোন নতুন টেক বাজারে পৌঁছানোর আগেই আমাদের দপ্তরে পৌঁছায় ডিভাইসগুলি। এই বছর Jio ও অন্যান্য টেলিকম সংক্রান্ত খবরগুলি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে স্মার্টফোন বাজারে এক নম্বর স্থান ধরে রেখেছিল Xiaomi। এই বছরে স্মার্টফোন ডিসপ্লের উপরে নচ জনপ্রিয়তা পেয়ছিল। বছরের শুরুতে Oppo ও Vivo ভালো ব্যবসা করলেও বছরের শেষের দিকে ভারতের স্মার্টফোন বাজার কাঁপিয়েছে Realme ও Asus।

2018 সালে Gadgets 360 ওয়েবসাইটে পাঠকরা সব থেকে বেশি সার্চ করেছিলেন এই স্মার্টফোনগুলি।

2018 সালের সুপারহিট দশটি স্মার্টফোন

 

#10 - Jio Phone 2

Jio

ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে।  Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা।

#9 - Oppo F7

Oppo

কোম্পানির সেলফি সেন্ট্রিক ফোন Oppo F7। এই দামে Oppo F7 এ সবথেকে ভালো সেলফি ক্যামেরা পাওয়া যায়। এই সেলফি ক্যামেরায় রয়েছে আররীফিশিয়াল বিউটি মোড। এর সাথেই এই ফোনে রয়েছে একটি ভালো চিপসেট, ভালো ব্যাটারি লাইভ আর দারুন ডিসপ্লে।

20,000 টাকা ও 24,000 টাকা দামে দুটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায় Oppo F7। 4GB RAM আর 64GB স্টোরেজ এবং 6GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন।

#8 - Realme 1

1532074799

ডুয়াল সিম Realme 1 এ থাকছে Android Oreo 8.1। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0। ফোনের উপরে থাকবে একটি 6 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এই ফোনে রয়েছে বিশাল 84.75% স্ক্রিন টু বডি রেশিও। ফোনের ভিতরে থাকবে অক্টা-কোর MediaTek Helio P60 চিপসেট। এর সাথেই থাকবে 3GB/4GB/6GB RAM আর 32GB/64GB/128GB ইন্টারনাল স্টোরেজ। আর থাকছে 4G VoLTE সাপোর্ট।

Realme 1 এর পিছনে থাকবে একটি 13MP ক্যামেরা। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ। ফোনের সামনে আছে একটি 8MP ক্যামেরা। এই ক্যামেরাতে থাকবে OPPO র নিজস্ব AI Beauty 2.0 ফিচার। এই ফিচারের মাধ্যমে মুখের 296 টি পয়েন্টে ফেসিয়াল রিকগনিশান করা সম্ভব। আর এই ফিচার ব্যাবহার করেই ফেসিয়াল আনলক ফিচার যোগ হয়েছে Realme 1এ। কোম্পানির দাবি মাত্র 0.1 সেকেন্ডে আনলক হয়ে যাবে ফোনটি। যদিও এই ফোনে থাকবে না কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

লঞ্চের সময় 3GB RAM ভেরিয়েন্টের দাম ছিল 8,990 টাকা। তবে এই ভেরিয়েন্ট বিক্রি বন্ধ করে দিয়েছে কোম্পানি। এখন 4GB RAM ভেরিয়েন্টে Realme 1 খরচ হবে 10,990 টাকা।

 

#7 - Asus ZenFone Max Pro M1

1524466633

Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 তে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা।  আর 4GB  RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। এ Asus ZenFone Max Pro M1 ফোনের 6GB RAM আর 128GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 14,999 টাকা।

 

#6 - Xiaomi Mi A2

1532429104

Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।

Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।

4GB RAM ও 64GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়। সম্প্রতি দুটি ভেরিয়েন্টের দাম কমিয়েছে Xiaomi।

 

#5 - Vivo V9

1521089921

এই বছর লঞ্চের সময় Vivo V9 এর দাম ছিল 22,990 টাকা। জুলাই মাসে এই ফোনের দাম কমে হয়েছিল 20,990 টাকা। আবারও দাম কমে এবার মাত্র 18,990 টাকায় Vivo V9 কেনা যাবে। ভারতে Honor Play ও Nokia 6.1 Plus এর মতো ফোনগুলির সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখিন হয়েছে Vivo V9 তিনটি আলাদা রঙে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Vivo V9 পাওয়া যায়।

 

#4 - Xiaomi Redmi Note 5

1518591172

বছরের শুরুতেই লঞ্চ হয়েছিল Redmi Note 5। ভালো হার্ডওয়্যার, ও ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় এই ফোনে। তবে এই ফোনে MIUI স্কিনের বিজ্ঞাপন গ্রাহকের অস্বস্তির কারন হয়েছিল।

 

#3 - Xiaomi Redmi Y2

1528369557

ডুয়াল সিম Redmi Y2 এ রয়েছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে। এর সাথেই ফোনের ভিতরে থাকবে Snapdragon 625 চিপসেট, 3GB/4GB RAM, 32GB/64GB স্টোরেজ। Redmi Y2 এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় আছে 12MP প্রাইমারী সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যাবহার করে একাধিক সেলফী মোড যোগ করা হয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।

Redmi Y2 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5মিমি হেডফোন জ্যাক। Redmi Y2 এ থাকবে একটি 3080mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে সারা দিন চলবে Redmi Y2। নতুন এই সেলফি ফোনটির ওজন 170

Redmi Y2 এর 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। অন্যদিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 12,999 টাকা।

 

#2 - Xiaomi Redmi 6 Pro

1529877080

ডুয়াল সিম Redmi 6 Pro তে রয়েছে চলবে অ Android বেসড MIUI 9 অপারেটিং সিস্টেম। এই ফোনে আছে একটি 5.84 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকছে Snapdragon 625 চিপসেট, Adreno 506 GPU আর 3GB/ 4GB RAM।

Redmi 6 Pro তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারী সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। এছাড়াও থাকছে LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে একটি 5MP সেলফি ক্যামেরা। এই ক্যামেরাতে AI ও পোট্রেট মোডের সাপোর্ট থাকবে।

32GB ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে Redmi 6 Pro পায়া যাবে। কানেক্টিভিটীর জন্য Redmi 6 Pro তে থাকছে  4G VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n (dual-band 2.4GHz, 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও Redmi 6 Pro এর ভিতরে থাকবে একটি 4000 mAh ব্যাটারি। Redmi 6 Pro এর ওজন 178 গ্রাম।

3GB RAM/ 32GB স্টোরেজ Redmi 6 এর দাম 10,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজ Redmi 6 কিনতে খরছ হবে 12,999 টাকা।

 

#1 - Xiaomi Redmi Note 5 Pro

1518591378

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।  

লঞ্চের সময় 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ছিল 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম ছিল 16,999 টাকা। সম্পরতি এই ফোনের দাম কমিয়েছে Xiaomi।

 

 
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Asus, Oppo, Vivo, Reliance Jio, Android, Best of 2018
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. সমস্ত জিনিসের উপর আকর্ষনীয় ডিলের সাথে শুরু হলো 2025-সালের অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল
  2. অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025: নামী দামি কোম্পানির ডিভাইসের উপর থাকছে দারুন অফার
  3. মধ্য বাজেটের মধ্যে লঞ্চ করা হতে পারে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro
  4. 2.5D AMOLED স্ক্রিন এবং সুইমিং মোডের সাথে লঞ্চ হতে চলেছে Huawei Band 9
  5. এবার জিও-ফাইবার এবং জিও এয়ার-ফাইবারের সাবস্ক্রাইবাররা পাবে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম দেখার সুযোগ
  6. খুব শীঘ্রই লঞ্চ হতে পারে Samsung Galaxy S-সিরিজের তিনটি নতুন স্মার্টফোন
  7. ভারতে লঞ্চ হয়ে গেছে Oppo Reno 13 5G সিরিজ, দেখেনিন এটির মূল বৈশিষ্ট্য এবং দাম
  8. ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো নতুন স্মার্টফোন Poco X7 Pro 5G,সাথে আছে Poco X7 5G
  9. স্মার্টফোনের উপর অসাধারণ ছাড় নিয়ে এসে গেলো অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2025
  10. খুঁজে পাওয়া গেলো মাকড়সার মধ্যে এক নতুন অভিনব দিক এবং ক্ষমতা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »