ছাগল মেরে তা রান্না করে টুইটার প্রধানকে খেতে দিয়েছিলেন ফেসবুকের মালিক। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে টুইটার সিইও জ্যাক ডরসি। সাংবাদিক ডরসিকে ফেসবুক প্রধানের সাথে কাটানো সেরা স্মৃতি জানতে চাইলে এই ঘটনার কথা বলেন তিনি। তিনি আরও বলেন তাঁদের মারা খাবার এক বছর ধরে খেয়েছিলেন ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
কীভাবে এই ঘটনা সূত্রপাত জিজ্ঞাসা করা হলে জ্যাক বলেন, তিনি রাতের খাবারের জন্য ছাগলটি মেরেছিলেন। লেসার গান আর চাকু ব্যবহার করছিলেন তিনি। এর পরে কসাই এর কাছে সেই ছাগল পাঠানো হয়।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
তবে টুইটার প্রধান বলেন, শেষ পর্যন্ত সেই ছাগল খাওয়া হয়নি তার। ওভেনে রান্না করার পরেও ঠান্ডা ছিল ছাগলটি। এর পরে জাকারবার্গ সেই ছাগল তুলে রেখে দেন। পরে শুধু স্যালাড খেয়ে রাতের খাবার সারেন ডরসি। তবে এই ঘটনা কবে ঘটেছিল তা মনে করতে পারেন নি টুইটার সিইও। প্রসঙ্গত 2011 সালে এক রিপোর্টে জানানো হয়েছিল একমাত্র নিজে পশু মারলে তবেই মাংস খান ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
আরও পড়ুন: Jio –র চাপে জর্জরিত Airtel নিয়ে এল লম্বা ভ্যালিডিটির নতুন দুটি প্রিপেড প্ল্যান
তিনি নিজে ফেসবুক প্রধান হলে কীভাবে কোম্পানি সামলাতেন? এই প্রশ্নের উত্তরে ডরসি বলেন, “তার প্লেটে যথেষ্ট খাবার রয়েছে।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন