ভারতীয় কম্পানি আইবল মঙ্গলবার নতুন স্লাইড ব্রেস-এক্সজে ট্যাবলেট লঞ্চ করেছে. এই ট্যাবলেটের দাম 19,999 টাকা এবং এটি 4জি ভিওএলটিই সাপোর্টের সাথে এসেছে. কম্পানি এটিকে ব্রঞ্জ গোল্ড রঙে বাজারে এনেছে. ট্যাবলেট টিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট এবং 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে.
এই ট্যাবলেটে 7800 এমএএইচ ব্যাটারি আছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, এটি 12 ঘন্টা চলবে. এতে মাইক্রো সিম কার্ডের সুবিধা আছে. ট্যাবলেটে 32 জিবির ইনবিল্ড স্টোরেজ আছে. নতুন ট্যাবলেটে মাইক্রো-এইচডিএমআই সাপোর্ট আছে. এতে ফ্লেক্সিবল কিকসাউন্ডও দেওয়া হয়েছে, কম্পানির মতে ট্যাবলেট বহুভাষীয় কিবোর্ডের সাহায্যে 22 টি আঞ্চলিক ভাষায় ব্যবহারকারীকে লেখার ও পড়ার সুবিধা প্রদান করবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.