iPhone 11 সিরিজের তিনটি নতুন স্মার্টফোনের সাথেই মঙ্গলবার নতুন iPad (10.2 ইঞ্চি) লঞ্চ করল Apple। নতুন iPad এ থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। 100 শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ব্যবহার করে তৈরী হয়েছে নতুন iPad (10.2 ইঞ্চি) । মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন iPad প্রি-অর্ডার করা যাবে। ইতিমধ্যেই ভারতে বনতুন 10.2 ইঞ্চি iPad এরদাম প্রকাশ করেছে Apple।
ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল iPhone 11 Pro আর iPhone 11 Pro Max
ডুয়াল ক্যামেরা আর লিকুইড রেটিনা ডিসপ্লে সহ লঞ্চ হল iPhone 11
ভারতে iPad (10.2 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 29,900 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে Wifi কানেক্টিভিটি আর 32GB স্টোরেজ। Wifi + সেলুলার ভেরিয়েন্টে iPad (10.2 ইঞ্চি) কিনতে 40,900 টাকা খরচ হবে। আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ 25 টি দেশে নতুন iPad প্রি-অর্ডার শুরু হবে।
'অলওয়েস অন রেটিনা ডিসপ্লে' সহ লঞ্চ হল Apple Watch Series 5
মার্কিন যুক্তরাষ্ট্রে iPad (10.2 ইঞ্চি) Wifi ভেরিয়েন্টের দাম 329 মার্কিন ডলার (প্রায় 23,600 টাকা)। Wifi + সেলুলার ভেরিয়েন্টে নতুন iPad (10.2 ইঞ্চি) এর দাম 459 মার্কিন ডলার (প্রায় 33,000 টাকা)। শিক্ষামুলক কাজে নতুন iPad (10.2 ইঞ্চি) কিনলে 299 মার্কিন ডলার (21,500 টাকা) খরচ হবে।
কবে লঞ্চ হবে iOS 13 আর iPadOS? জানিয়ে দিল Apple
iPad (10.2 ইঞ্চি) মডেলে থাকছে একটি 10.2 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে A10 Fusion চিপ। সুরক্ষার জন্য এই ট্যাবলেটে টাচ আইডি ব্যবহার করেছে Apple। ফাস্ট কানেক্টিভিটির জন্য থাকছে গিগাবিট এলটিই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন