স্মার্টফোনের সাথে পাল্লা দিতে না পেরে দিন দিন কমছে PC বিক্রি। বিশ্বব্যাপী PC মার্কেটে এই ট্রেন্ড দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। শুধুমাত্র গত এক বছরে সারা পৃথিবীতে PC বিক্রি কমেছে প্রায় 1.4%। তাই স্বাভাবিকভাবেই ভাঁজ পড়েছে PC প্রস্তুতিকারী সংস্থাগুলির কপালে। গত বছর Lenovo এর কাছ থেকে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারী সংস্থার শিরোপা ছিনিয়ে নিয়েছিল মার্কিন সংস্থা HP। আর এই পরিস্থিতিতেই বিশাল ক্ষতির মুখ দেখলো এক সময়ে বিশ্বে PC বিক্রিতে এক নম্বরে থাকা Lenovo। 2009 সালের পর এতো বড় ক্ষতির মুখোমুখি হয়নি Lenovo। গত নয় বছরে এই প্রথম এতো বড় ক্ষতির মুখ দেখল চিনের এই কোম্পানিটি।
গত বছরে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারক সংস্থার শিরোপা হারিয়েছিল Lenovo। PC ব্যাবসার অবনতির সাথে সাথেই সম্প্রতি স্মার্টফোন ব্যাবসাতেও ক্ষয় ধরতে শুরু করেছে। প্রসঙ্গত গত হছর Lenovo এর কাছ থেকে বিশ্বের সবথেকে বড় PC প্রস্তুতকারী সংস্থার শিরোপা ছিনিয়ে নিয়েছিল মার্কিন সংস্থা HP।
2018 সালের মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরে কোম্পানির রেভিনিউ 5% বাড়লেও এখনো Lenovo র ক্ষতির পরিমান প্রায় 1,300 কোটি টাকা। যদিও এক বছর আগেই Lenovo প্রায় 3,700 কোটি টাকার লাভের মুখ দেখেছিল। 2009 সালের পর এই প্রথম এতো বড় ক্ষতির মুখ দেখলো চিনের টেক জায়েন্ট কোম্পানিটি। গত এক বছরে শুধুমাত্র কোম্পানির নষ্ট হওয়া সম্পত্তির পরিমান প্রায় 74 কোটি টাকা। গত বছর যে সংখ্যাটি ছিল মাত্র 2 কোটিতে। আর এর ফলেই ধাক্কা খেয়েছে ট্যাক্স ফাইলিং এও। মার্কিন কর্পোরেট ট্যাস্ক রেটে বিরাট ধাক্কা খেয়েছে চিনের এই কোম্পানিটি। প্রসঙ্গত সম্প্রতি মার্কিন মুলুকে ট্যাস্ক সিস্টেমকে ডেলে সাজিয়েছে সেই দেশের সরকার।
গত এক বছরে গোটা বিশ্বেই কমেছে PC ব্যাবসা। প্রতি বছর গ্রাহকদের মধ্যে PC কেনার প্রবঅণতা কমছে। গত এক বছরে বিশ্বব্যাপী PC বিক্রি কমেছে 1.4%। এই নিয়ে টানা তিন বছর ধরে কমছে বিশ্বব্যাপী PC র চাহিদা।
যদিও কোম্পানির প্রধান ব্যাবসা নয় যেগুলি সেই স্মার্টফোন ও ডাটা সেন্টারের ব্যাবসায় Lenovo গত তিন মাসে লাভ করেছে প্রায় 225 কোটি টাকা। যদিও মোবাইল ব্যাবসায় প্রায় 6% ক্ষতির মুখ দেখতে হয়েছে Lenovo কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন