সম্প্রতি বেন্ড টেস্টে নাস্তানাবুদ হয়েছে নতুন iPad Pro। এই টেস্টে কোন ডিভাইসে কত জোড়ে চাপ পড়লে তা বেঁকে যায় তা পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় iPad Pro খুব অল্প চাপেই বেঁকে গিয়েছে। এবার iPad Pro এর প্রতিযোগী Microsoft Surface Pro 6 ট্যাবলেট বেন্ড টেস্টে নতুন iPad Pro কে হেলায় হারিয়ে দিল। খুব জোড়ে চাপ দেওয়ার পরেও বিশেষ বাঁকানো যায়নি Microsoft এর ট্যাবলেটটি।
JerryRigEverything জানে একটি ইউটিউব চ্যানেলে নতুন Microsoft Surface Pro 6 বেন্ড টেস্টের ভিশিও প্রকাশ্ন করা হয়েছে। শুরুতে স্ক্র্যাচ টেস্টে জানানো হয়েছে iPad Pro এর ডিসপ্লের থেকে Microsoft Surface Pro 6 ডিসপ্লের উপরে অপেক্ষাকৃত মোটা কাঁচ ব্যবহার হয়েছে। তবে ভলিউম ও পাওয়ার বাটন প্লাস্টিকের তৈরী হওয়ায় খুব সহজেই স্ক্যাচ পড়েছে।
এর পরে শুরু হয়েছে বার্ণ টেস্ট। আগুনের মধ্যে 12 সেকেন্ড বেঁচে ছিল Microsoft Surface Pro 6। তবে আগুন থেকে সরিয়ে নেওয়ার পরেই আবার ঠিক মতো চলতে শুরু করেছে এই ট্যাবলেট।
এরপরে শুরু হয় বেন্ড টেস্ট। সেখানে iPad Pro এর থেকে বেশি সময় টিকে থেকেছে Microsoft Surface Pro 6। এরপরে নতুন Microsoft Surface Pro 6 ট্যাবলেট খুলে তার বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে দেখানো হয়েছে এই ভিডিওতে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন