দুটি নতুন Android ট্যাবলেট লঞ্চ করল Samsung। এই ট্যাবলেট দুটি হল Galaxy Tab A 10.1 আর Galaxy Tab S5e। মাত্র 5.5 মিমি পাতলা নতুন ট্যাবলেট দুটি। iPad Pro কে টাক্কা দিতে এই ট্যাবলেটে পাতলা বেজেল ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy Tab S5e তে থাকছে AMOLED ডিসপ্লে, LTE কানেক্টিভিটি। অন্যদিকে বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছে Galaxy Tab A 10.1। 2019 সালের দ্বিতীয়ার্ধে এই দুই ট্যাবলেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে Samsung।
আরও পড়ুন: Mi 9 এ থাকবে লেটেস্ট Snapdragon প্রসেসর, জানালো Xiaomi
4GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। একাধিক সেলুলায় ও Wifi ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ট্যাবলেট। মার্কিন যুক্তরাষ্ট্রে Galaxy Tab S5e এর দাম শুরু হচ্ছে 399.99 মার্কিন ডলার থেকে (প্রায় 28,500 টাকা)।
আরও পড়ুন: 649 টাকায় কী সুবিধা দিচ্ছে Vodafone? জেনে নিন
Samsung Galaxy Tab S5e তে থাকছে 10.5 ইঞ্চি WQXGA Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:10। থাকছে Snapdragon 670 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। Galaxy Tab S5e তে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 7,040 mAh ব্যাটারি।
আরও পড়ুন: মধ্যবিত্তের প্রিমিয়াম স্মার্টফোনের স্বপ্ন পূরণ করতে আসছে Oppo F11 Pro
Wifi ও সেলুলার মডেলে পাওয়া যাবে Galaxy Tab A 10.1। এই ট্যাবলেটের দাম শুরু হচ্ছে 210 ইউরো থেকে (প্রায় 17,000 টাকা থেকে)। 5 এপ্রিল জার্মানিতে শুরু হবে বিক্রি।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
Samsung Galaxy Tab A 10.1 তে থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে একটি Exynos 7904 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ আর 6,150 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন