Photo Credit: YouTube/ Sourav B
আবার ভারতে নতুন স্মার্টফোন নিয়ে Oppo। গত বুধবার Oppo F11 Pro এর প্রথম ঝলক প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। শক্রবার আবার এই ফোনের নতুন টিজার ইন্টারনেটে ফাঁস হয়েছে। নতুন টিজারে ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরাএ সাথেই দেখা যাচ্ছে ফুল ভিউ ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা। গত বছর অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Oppo F9 Pro। সেই ফোনের উত্তরসূরী Oppo F11 Pro।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
গত বুধবার টুইটারে কোম্পানির অফিসিয়াল হ্যান্ডেল থেকে Oppo F11 Pro ঝলক প্রকাশিত করা হয়েছিল। সেই টিজারে শুধুই ফোনের ক্যামেরা সম্পর্কে জানানো হয়েছিল। Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তবে ঠিক কোন সেন্সার ব্যবহার হবে তা জানানো হয়নি। ফোনের পিছনে উপর নিচে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।
আরও পড়ুন: Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এই ফোন লঞ্চ করল Motorola
একই টিজারে আরও জানানো হয়েছে কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে। এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে। কম আলোতে স্ট্যাবিলাইজেশনে কাজে লাগবে এই ফিচার।
আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
আরও পড়ুন: নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর
সম্প্রতি YouTube এ Oppo F11 Pro ফোনের একটি টিজার ফাস হয়েছিল। 30 সেকেন্ডের এই ভিডিওতে ফোনের উপরে একটি পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। গত বছর লঞ্চ হওয়া Vivo Nex ফোনে একই ডিজাইন দেখা গিয়েছিল। এই ফোনের ডুয়াল ক্যামেরার নীচে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন
তবে Oppo F11 Pro ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোন তথ্য সামনে আসেনি। জানা যায়নি কবে লঞ্চ হবে এই স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন