একাধিক প্রিপেড রিচার্জে 50 টাকা ছাড় দিচ্ছে Jio। Paytm এর সাথে হাত মিলিয়ে 444 টাকা ও 555 টাকা রিচার্জে 40 টাকা আর 50 টাকা ছাড় দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি একাধিক নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ করেছিল Jio। এর মধ্যে অন্যতম 444 টাকা আর 555 টাকা। 444 টাকা রিচার্জে 40 টাকা আর 555 টাকা রিচার্জে 50 টাকা ছাড় পাওয়া যাবে।
শুধুমাত্র Paytm থেকে রিচার্জ করলেই 444 টাকা আর 555 টাকা প্ল্যানে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। Paytm থেকে Jio প্রিপেড নম্বরে 444 টাকা রিচার্জে SHUBHP44 প্রোমোকোড ব্যবহার করলে 40 টাকা ছাড় পাওয়া যাবে। 555 টাকা রিচার্জে 50 টাকা ছাড় পেতে SHUBHP50 প্রোমোকোড ব্যবহার করতে হবে। এই দুই প্রোমোকোড ব্যবহার করলে যথাক্রমে 40 ও 50 টাকা ছাড় পাওয়া যাবে। একটি Paytm অ্যাকাউন্ট থেকে একবার এই প্রোমোকোড ব্যবহার করা যাবে। এছাড়াও 444 টাকা প্ল্যানের প্রোমোকোড ব্যবহার করলে সেই অ্যাকাউন্ট থেকে আর 555 টাকা প্ল্যানের প্রোমোকোড ব্যবহার করা যাবে না।
444 টাকা প্ল্যানে 1,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
555 টাকা প্ল্যানে 3,000 মিনিট জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। সাথে থাকছে দিনে 2GB ডেটা, আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল আর দিনে 100 টা এসএমএস ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
আরও পড়ুন:
কোন রিচার্জে কী সুবিধা? Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন
200 টাকার কমে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল দিচ্ছে Airtel ও Vodafone
মিনিটে 6 পয়সা খরচ করতে হবে না! উল্টে ফোন করলে আপনাকে মিনিটে 6 পয়সা দেবে BSNL
Gadgets 360 -র অন্যতম বিনিয়োগকারী হল Paytm -এর মূল সংস্থা One97
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন