আবার কমলো জিওর 4G স্পিড। এপ্রিল 2018 তে কমেছে জিওর স্পিড। এমনটাই জানিয়েছে টেলিকম রেগুলেটার অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এর সাথেই জানানো হয়েছে এপ্রিল মাসে সামান্য বেড়েছে এয়ারটেলের স্পিড। এই নিয়ে পরপর দুই মাস জিওর স্পিড কমলো। এই বছর ইতিমধ্যেই তিন মাস করেছে জিওর স্পিড। যদিও এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়ার স্পিড একই বথাকছে প্রতি মাসেই। ওপেনসিগনালে এই মাসের এপ্রিল মাসে জানানো হয়েছে জিওর 4G কভারেজ সবথেকে বেশি হলেও 4G স্পিডের দিক থেকে দেশে এক নম্বরে এয়ারটেল। এয়ারটেল দেশের এক নম্বর কোম্পানি। অন্যদিকে গ্রাহক সংখ্যার নিরিখে ভারতে চতুর্থ স্থানে রয়েছে মুকেশ আম্বানির জিও।
TRAI এর MySpeed অ্যাপ এ জানানো হয়েছে এপ্রিল মাসে জিওতে 14.7Mbps স্পিড পাওয়া গিয়েছে। দুই মাস আগেই এই সংখ্যাটি ছিল 21.3Mbps। মাত্র দুই মাসে 33% স্পিড কমেছে জিওর। গত ডিসেম্বরে সবথেকে বেশি ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছিল জিও নেটওয়ার্কে। তখন TRAI এর অ্যাপ এ 25.6Mbps স্পিড দেখা গিয়েছিল জিওতে। এপ্রিল মাসে এই লিস্টে দুই নম্বরে আছে এয়ারটেল। এয়ারতেলের 4G স্পিড 9.2Mbps। তিন ও চার নম্বরে আছে আইডিয়া ও ভোডাফোন। এই দুই কোম্পানির এপ্রিল মাসের ডাটা স্পিড যথাক্রমে 7.4Mbps ও 7.1Mbps।
কিন্তু আপলোদ স্পিডের নিরিখে ভারতে এক নম্বরে রয়েছে আইডিয়া। আইডিয়ার আপলোড স্পিড 6.5Mbps। এর পরেই আপলোড স্পিডে দুই নম্বরে রয়েছে ভোডাফোন। এই নেটওয়ার্কে আপলোড স্পিড 5.2Mbps। জিও ও এয়ারটেল আপলোড স্পিডে তিন ও চার নম্বরে রয়েছে। এই দুই কোম্পানির আপলোড স্পীদ যথাক্রমে 4Mbps ও 3.7Mbps।
প্রায় রোজই নতুন প্ল্যান লঞ্চ করছে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি। বাজারে এখন প্রতিযোগিতা চরমে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আগামী কয়েক মাসের মধ্যেই হয়ত এক হয়ে যাবে ভোডাফোন ও আইডিয়া কোম্পানিদুটি। এর ফলে এই কোম্পানি ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক হয়ে যাবে। এর ফলে ভারতের বাজারে বহুদিন এক নম্বরে থাকার পরে দ্বিতীয় স্থানে চলে যাবে এয়ারটেল। যদিও এক ধাপ এগিয়ে তিন নম্বরে চলে আসবে জিও।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন