রিলায়েন্স এবার গ্রাহকদের জন্য নিয়ে আসছে Jio Home TV. মিডিয়া রিপোর্ট অনুসারে তা শীঘ্রই বাজারে আসতে চলেছে. যদি সত্যিই এমনটা হয় তাহলে ডিটিএইচ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে. রিপোর্ট অনুসারে, যেসমস্ত উপভোক্তারা জিও হোম টিভির ব্যবহার করবে তারা মাসে মাত্র 200 টাকার বিনিময়ে এসডি চ্যানেল প্যাকের সুবিধা পাবে. অন্যদিকে, এসডির সাথে এইচডির সুবিধা পাওয়ার জন্য মাসে 400 টাকা করে দিতে হবে.
টেলিকমের রিপোর্ট অনুসারে, মুকেশ আম্বানির কম্পানি শীঘ্রই জিও হোম টিভি সার্ভিস লঞ্চ করতে চলেছে. এটি জিও ব্রডকাস্ট এপ্প-এর মডিফাইড ভার্জান. রিপোর্ট অনুসারে জিও নিজের সমস্ত উপভোক্তাদের জন্য এই ফিচার রিলোড করতে চলেছে. এই খবর সম্পূর্ণ রূপে সঠিক কিনা তা এখনই হলফ করে বলা যাচ্ছে না.
এই মাসে রিলায়েন্স জিও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে MIMO pre- 5G / 4G টেকনলজি সেটআপ করার কথা বলেছে, যাতে করে আইপিএল 2018 চলাকালীন উপভোক্তারা দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এক্সেস পেতে পারে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.