বৃহষ্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর 41 তম বার্ষিক সাধারন সভায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষনা করেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত বছর এই সভাইয় কোম্পানির প্রথম ফিচারফোন JioPhone লঞ্চ করেছিল। এই বছরে দেশের 1,100 টি শহরে Jio GigaFiber ব্রডব্যান্ড ,লঞ্চের কথা জানালো Jio। এছাড়াও এই ইভেন্টেই JioPhone 2 লঞ্চের ঘোষনা করেছে Jio। এর সাথেই এই সভায় কোম্পানির একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মুকেশ আম্বানি।
এই সভায় মুকেশ বলেন মাত্র 22 মাসে Reliance Jio-র গ্রাহক সংখ্যা 21.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে মাসে 125 কোটি GB ডাটা ব্যবহার থেকে এখন গ্রাহকরা মাসে 240 কোটি GB ডাটা ব্যবহার করেন। মুকেশের দেওয়া তথ্য অনুযাইয়ী প্রত্যেক Jio গ্রাহক দিনে গড়ে 290 মিনিট সময় ডাটা ব্যবহার করেন।
কোম্পানি দাবি করেছে এই মুহুর্তে বিশ্বের সবথেকে বড় ডাটা নেটওয়ার্ক Jio। আগে Jio নেটওয়ার্কে দিনে 250 কোটি মিনিট ভয়েস কল হত। এখন সেই সংখ্যাটি বেড়ে হয়েছে 530 কোটি দিনিট। মুকেশ আম্বানি আরও বলেন মাসে165 কোটি ঘন্টা ভিডিও স্ট্রিম বেড়ে হয়েছে 340 কোটি ঘন্টা।
তিনি বলেন, এখন সবাইকে সব কিছুর সাথে, সব জায়গায় কম দামে ভালো কোয়ালিটিতে কানেক্ট করাই এখন Jio-র লক্ষ্য। আম্বানি দাবি করেছেন এই মুহুর্তে Jio-র গোটা দেশে সবথেকে বিস্তৃত 4G নেটওয়ার্ক রয়েছে। কোম্পানির নেটওয়ার্ক দেশের 99 শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছে Jio।
এর সাথেই এই সভায় জানানো হয়েছে এই মুহুর্তে ভারতে 2.5 কোটি JioPhone গ্রাহক রয়েছেন। এই ইভেন্টেই নতুন JioPhone 2 লঞ্চ করা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে এই ফোন বিক্রি শুরু হবে। JioPhone 2 এর দাম 2,999 টাকা। এই ফোনে WhatsApp YouTube ও Facebook ব্যবহার করা যাবে। এছাড়াও এই ইভেন্টে কোম্পানির হাই স্পিড ব্রডব্যান্ড সার্ভিস Jio GigaFiber লঞ্চ হয়েছে। এই কানেকশানে 1Gbps পর্যন্ত স্পিড পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন