জিও কোম্পানী নিয়ে এলো এক বছরের জন্য বিনামূল্যে “Jio Air fiber” এর সদস্য হওয়ার সুযোগ
পুজোর উৎসবের মরশুমে জিও কোম্পানীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিশেষ “দিওয়ালি ধামাকা অফার”, ‘Jio Air Fiber’ এর জন্য থাকছে এই বিশেষ সুবিধা। বিদ্যমান গ্রাহকরা এবং নতুন গ্রাহকরা পেয়ে যাবেন এক বছরের জন্য ‘Jio Air Fiber’ এর সদস্য হওয়ার বিশেষ সুযোগ। এই সুবিধা উপভোগ করার জন্য রিলায়েন্স কোম্পানীর অন্তর্ভূক্ত যে কোনো স্টোর থেকে কিনে ফেলতে হবে বিশেষ মূল্য যুক্ত যে কোনো পণ্য, তাই তাড়াতাড়ি করুন