জিও অফার করছে 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশন

জিও গ্রাহকরা নতুন প্ল্যানের সাথে কনটেন্টগুলি মোবাইল এবং টিভি উভয়েতেই দেখতে পারবেন

জিও অফার করছে 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশন

Photo Credit: Reuters

রিলায়েন্স জিওর কিছু প্রিপেইড প্ল্যান JioHotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করে

হাইলাইট
  • জিও, 299 টাকা এবং তার চেয়ে বেশি রিচার্জের মাধ্যমে বিনামূল্যে JioHotstar
  • গ্রাহকরা 50 দিনের জন্য JioFiber এবং JioAirFiber-এর ট্রায়াল পেতে পারেন
  • অফারটি 17-ই মার্চ থেকে 31-সে মার্চ পর্যন্ত চলবে
বিজ্ঞাপন

ভারতে আসন্ন ক্রিকেট সিজেনের আগেই রিলায়েন্স জিও কিছু বাছাই করা প্রিপেইড রিচার্জ প্ল্যানের উপর নতুন সুবিধার ঘোষণা করলো। টেলিকম প্রোভাইডার সংস্থাটি 299 টাকা এবং তার চেয়ে বেশি টাকার মোবাইল রিচার্জের সাথে JioHotstar-এ এক সৌজন্যমূলক সাবক্রিপশনের সুবিধা শুরু করেছে এবং সাথেই কোম্পানি তারবিহীন ব্রডব্র্যান্ড পরিষেবা Jio AirFiber-এর একটি বিনামূল্যে ট্রায়াল দেওয়া হচ্ছে। যাইহোক গ্রাহকরা তাদের মোবাইল এবং টিভিতে 4K রেজোলিউশনে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ক্রিকেট ম্যাচগুলি সহ অন্যান্য সিনেমা, শো, অ্যানিমি এবং ডকুমেন্টারিগুলি স্ট্রিম করতে পারবে।

রিলায়েন্স জিওর আনলিমিটেড অফার:

রিলায়েন্স জিওর মতে, বর্তমান এবং নতুন জিওর গ্রাহকরা 299 টাকা এবং তার চেয়ে বেশি টাকা প্ল্যান রিচার্জের বিনিময়ে JioHotstar-এ 90 দিনের জন্য সৌজন্যমূলক সাবস্ক্রিপশন পাবে। এটি মোবাইল সহ টিভিতে 4K স্ট্রিমিং-এর অনুমতি দেবে। এছাড়াও গ্রাহকদের বাড়িতে বিনোদনের জন্য টেলিকম অপারেটরটি 50 দিনের জন্য JioFiber এবং JioAirFiber-এর ট্রায়াল প্রদান করছে। এটিতে অপরিসীম WiFi, 800+ OTT চ্যানেল এবং 11-টিরও বেশি OTT অ্যাপ যুক্ত করেছে।

বর্তমান জিও ব্যবহারকারীরা 299 টাকা প্ল্যান রিচার্জের মাধ্যমে অপরিসীম ভয়েস কল, প্রতিদিন 1.5 জিবি ডাটা এবং 100 টি SMS পাবেন, এছাড়াও এটিতে বিভিন্ন অ্যাপ বান্ডেল করা আছে যেমন- JioCould এবং JioTV। নতুন ব্যবহারকারীরা আগে উল্লেখিত অথবা উচ্চ মূল্যের প্ল্যানের সাথে একটি নতুন সিম কিনতে পারেন, যাতে তারা এই একই সুবিধা উপভোগ করতে পারবেন। অন্যদিকে যারা অপরিসীম 5G ইন্টারনেটের সুবিধা চান, তারা প্রতিদিন 2-জিবি অথবা তার চেয়ে বেশির প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন।

এই অফারটি 17-ই মার্চ থেকে 31-সে মার্চ পর্যন্ত বৈধ। কোম্পানি বলেছে, যে সমস্ত গ্রাহকরা 17 মার্চের আগেই রিচার্জ করেছেন এবং একটি সক্রিয় প্ল্যান আছে , তারা 100 টাকার প্যাকটির রিচার্জে এই একই সুবিধা পাবেন। এই সমস্ত প্ল্যানগুলি ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই উন্মোচিত করা হয়েছে, যেটি আগামী 22-সে মার্চ আরম্ভ হবে। টেলিকম প্রোভাইডারের মতে, সৌজন্যমূলক JioHotstar-এর সাবস্ক্রিপশনটি ম্যাচ শুরু হওয়ার প্রথম দিন থেকে 90 দিন পর্যন্ত সক্রিয় থাকবে।

উল্লেখযোগ্যভাবে জিও অন্যান্য প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলিও অফার করছে, যেটির সাথে স্ট্রিমিং সার্ভিসটির একটি সৌজন্যমূলক সাবস্ক্রিপশন থাকছে। গ্রাহকরা 100 টাকা, 195 টাকা এবং 949 টাকা রিচার্জের মাধ্যমেও এই একই সুবিধা উপভোগ করতে পারবেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  2. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  3. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  4. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  5. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  7. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  8. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  9. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  10. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »