দুটি নতুন অ্যাড-অন ভাউচার নিয়ে এল Jio Fiber। 351 টাকা আর 199 টাকার দুটি প্ল্যান লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ডেটা সীমা অতিক্রম করলে এই ভাউচারগুলি ব্যবহার করা যাবে।
699 টাকা থেকে Jio Fiber প্ল্যান শুরু হচ্ছে
দুটি নতুন অ্যাড-অন ভাউচার নিয়ে এল Jio Fiber। 351 টাকা আর 199 টাকার দুটি ভাউচার লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি। ডেটা সীমা অতিক্রম করলে এই ভাউচার ব্যবহার করা যাবে। 699 টাকা থেকে 8,4999 টাকার সব Jio Fiber ভাউচারের সাথেই এই দুই অ্যাড-অন ভাউচার ব্যবহার করা যাবে। নতুন দুই ভাউচারের সাথেও থাকছে আনলিমিটেড ভয়েস কল, ও জিও অ্যাপ ব্যবহারের সুবিধা। 351 টাকা অ্যাড-অন ভাউচারে 10 Mbps স্পিডে 50GB ডেটা ব্যবহার করা যাবে। এই ভাউচারের ভ্যালিডিটি এক মাস। অন্যদিকে 199 টাকা ভাউচারে 199 টাকা ভাউচারে সাত দিন 100 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে।
351 টাকা রিচার্জে ট্যাক্স সহ 414.18 টাকা খরচ করতে হবে গ্রাহককে। এই ভাউচারে 10 Mbps স্পিডের 50GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা।
এছাড়াও এক সপ্তাহের ভ্যালিডির 199 টাকা ভাউচার নিয়ে এসেছে Jio Fiber। এই ভাউচারে 100 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। থাকছে আনলিমিটেড কল আর সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।
| ভাউচার | সুবিধা | বৈধতা |
|---|---|---|
| 351 টাকা | আনলিমিটেড কল, 50GB ডেটা (10Mbps), টিভি ভিডিও কলিং | 30 দিন |
| 199 টাকা | আনলিমিটেড কল, আনলিমিটেড ডেটা (100Mbps), টিভি ভিডিও কলিং | 7 দিন |
সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে Jio Fiber পরিষেবা শুরু করেছিল। আপাতত ছয়টি প্রিপেড ভাউচারে Jio Fiber কানেকশন ব্যবহার করা যাবে। ব্রোঞ্জ (699 টাকা), সিলভার (849 টাকা), গোল্ড (1,299 টাকা), ডায়মন্ড (2,499 টাকা), প্ল্যাটিনাম (3,999 টাকা) আর টাইটেনিয়াম (8,499 টাকা) ভাউচারে এই ব্রডব্যান্ড কানেকশন নিয়ে এসেছে Jio। ব্রোঞ্জ আর সিলভার ভাউচারে 100 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গোল্ড আর ডায়মন্ড ভাউচারের স্পিড যথাক্রমে 250 Mbps আর 500 Mbps। প্লাটিনাম আর টাইটেনিয়াম ভাউচারে 1Gbps স্পিড পাওয়া যাবে। মাসিক ভাউচারের সাথেই তিন মাস, ছয় মাস ও এক বছরের ভাউচারে Jio Fiber পরিষেবা ব্যবহার করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?
Aan Paavam Pollathathu OTT Release: When and Where to Watch Tamil Romantic Comedy Film Online?