Photo Credit: Reliance Jio
বিগত মঙ্গলবার জিও কোম্পানী ঘোষণা করেছে “ Jio Air Fiber”-এর জন্য বিশেষ “দিওয়ালি ধামাকা” অফার। এই নতুন অফারটির সাথে নতুন এবং উপস্থিত গ্রাহকরা পেয়ে যাবেন এক বছরের জন্য বিনামূল্যে “Jio Air fiber” এর সদস্য হওয়ার সুযোগ। এই অফারটির সুবিধা নেওয়ার জন্য নতুন গ্রাহকদের রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে একটি নির্দিষ্ট দামের উপর পণ্য কিনতে হবে, যেখানে বিদ্যমান ব্যাবহারকারীরা রিচার্জের বিনিময়ে বিশেষ তিন মাসের জন্য, JioFiber পরিকল্পনাটির একই সুবিধা উপভোগ করতে পারবেন। উল্লেখযোগ্যভাবে সম্প্রতি এই টেলিকমিউনিকেশন প্রদানকারী সংস্থাটি তাদের অষ্টম বার্ষিকী উপলক্ষে বিশেষ রিচার্জের প্ল্যান চালু করেছে এবং সেগুলি Zomato ও OTT প্ল্যাটফর্মগুলিকে সাথে একত্রিত করেছে।
রিলায়েন্স জিওর মতে, নতুন গ্রাহকরা Reliance jio digital বা my jio store এর মাধ্যমে 20,000 টাকা এবং তার থেকে বেশি টাকার জিনিস কেনাকাটা করতে পারবে। গ্রাহকরা এই খরচের জন্য - স্মার্টফোন, বাড়ির জিনিসপত্র এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিস ক্রয় করতে পারবে। বিকল্পভাবে গ্রাহকরা 3 মাসের দিওয়ালি প্ল্যানের সমন্বয়ে বর্তমানে উপলব্ধ 2,222 টাকার বিশেষ মূল্যে নতুন AirFiber- এর সংযোগ উপভোগ করতে পারবেন।
আবার অন্যদিকে বিদ্যমান গ্রাহকরা এই একই দিওয়ালি প্ল্যান রিচার্জের বিনিময়ে 1 বছরের জন্য Jio Air Fiber এর সদস্য হওয়ার সুযোগ পাবেন।
সদস্যরা একটি সফল রিচার্জ বা নতুন সংযোগের পরে প্রতিমাসে তাদের সক্রিয় Airfiber প্ল্যানের সমান দামের 12টি কুপন পেয়ে যাবেন। এই কুপনের সুবিধাটি নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 এর মধ্যে তাদের দেওয়া হবে।
রিলায়েন্স জিওর তফর থেকে আরো বলা হয়েছে যে, প্রতিটি কুপন 30 দিনের বৈধতার মধ্যে নিকটবর্তী রিলেইন্স জিও স্টোর, My jio store, JioPoint store এবং Jio Mart ডিজিটাল-এর একচেটিয়া স্টোরের মাধ্যমে ব্যবহার (redeemed) করা যাবে। এটি 15,000 টাকার উপরে যে কোনো ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার মাধ্যমে পাওয়া যাবে।
সম্প্রতি রিলায়েন্স জিও কোম্পানী তাদের অষ্টম বার্ষিকী উপলক্ষে তাদের যোগ্য রিচার্জের প্যাকের সাথে Zomato Gola এর সদস্যপদ , বিভিন্ন OTT-এর সদস্যপদ এবং ই-কমার্স ভাউচারকে একত্রিত করেছিল। 899 টাকা এবং 999 টাকার ত্রৈমাসিক পরিকল্পনার মাধ্যমে এই অফারটি বৈধ ছিল, যেটি চলতি সেপ্টেম্বর মাসের 8 তারিখ শেষ হয়েছে।
এছাড়াও এটিতে 175 টাকা রিচার্জের বিনিময়ে 28 দিনের জন্য বিভিন্ন OTT প্ল্যাটফর্ম যেমন - Zee5, SonyLiv, JioCinema Premium, Lionsgate Play,Discovery, Sun Nxt, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, and JioTV-তে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। এমনকি এটি একটি Ajio ভাউচারের সাথে যুক্ত হয়েছে, যেটি ব্যাবহারকারীদের 2,999 এবং তার বেশি খরচের উপর পুরোপুরি 500 টাকা ছাড় প্রদান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন