জিও টিভি+ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ভাষার অসংখ্য চ্যানেল দেখার সুযোগ করে দিল জিও কোম্পানী

এসে গেলো অ্যান্ড্রোয়েড টিভি সমর্থিত জিও টিভি+ অ্যাপ

জিও টিভি+ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ভাষার অসংখ্য চ্যানেল দেখার সুযোগ করে দিল জিও কোম্পানী
হাইলাইট
  • Jio Fiber এবং Air Fiber যে সব গ্রাহকরা Jio fiber এবং air fiber ব্যবহার
  • অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ভাষার ডিজিটাল টিভি চ্যানেলগুলি পাওয়া যাবে
  • Jio TV+ অ্যাপটি Android TV-র সমর্থন ছাড়া Samsung TV-তে পাওয়া যায় না
বিজ্ঞাপন

রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো সুখবর। এবার গ্রাহকদের একাধিক ডিভাইসের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিল জিও কোম্পানী।  কোম্পানী বলেছে অ্যান্ড্রোয়েড ফোন,Apple ফোন এবংঅ্যামাজনের Fire OS সমর্থিত জিও টিভি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা টিভির বিভন্ন চ্যানেল দেখতে পারবেন। এরআগে Jio Fiber এবং Jio Airfiber এর সংযোগের  দ্বারা জিও সেট-টপ বক্স (STB) এর মাধ্যমে অ্যাপটির সুযোগ পাওয়া যেতো। কিন্তু কোম্পানী জানিয়েছে যে বর্তমানে, গ্রাহকরা জিও টিভি একবার লগইন করার মাধ্যমে বিভিন্ন ভাষার সমন্বয়ে 800 টিরও বেশি  চ্যানেল দেখতে পারবেন।

JioTV+ অ্যাপটি এখন গ্রাহকদের কাছে Android TV, Apple TV এবং Amazon Fire OS এর মাধ্যমে উপলব্ধ:

একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে রিলায়েন্স জিও ঘোষণা করেছে যে তার, এবার যে কোনো স্মার্টটিভির মাধ্যমে গ্রাহকরা JioTV+ অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন। ব্যাবহারকারীরা অ্যাপটি একবার লগইন করার মাধ্যমে, আধুনিক পথ পদর্শকের ব্যাবস্থা, তিক্ষণ দূরবর্তী যন্ত্রের বৈশিষ্ট্য এবং  নিজের পছন্দমতো যেকোনো সুপারিশ করতে পারবেন।এছাড়াও এটির মাধ্যমে নিজের পছন্দমতো ভাষা ব্যবহার করে বিভিন্ন বিষয়বস্তু ঘেঁটে দেখতে পারবেন।

জিও কোম্পানী উপস্থাপন করেছে যে, Jio Tv অ্যাপটির মাধ্যমে বিভিন্ন ভাষার এবং বিভিন্ন ধরনের 800 টিরও বেশী টিভি চ্যানেলে পাওয়া যাবে। যেমন- বিনোদনমূলক, খেলা,গান,ব্যবসাভিত্তিক এবং ভক্তিমূলক ইত্যাদি।
এছাড়াও জিওফাইবার এবং জিও এয়ার ফাইবার এর ব্যবহারকারীরা 13 টি নামকরা Ott অ্যাপের সুবিধা পাবে।যেমন- জিও সিনেমা প্রিমিয়াম, ফ্যান কোড, ডিজনি+হটস্টার, সোনি লিভ, জি5।
এছাড়াও এটির মধ্যে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু বিভাগীয় চ্যানেলও রাখা হয়েছে ।
গ্রাহকরা অ্যানড্রয়েড টিভি চালিত ডিভাইসগুলোর জন্য গুগল প্লে স্টোরের মাধ্যমে  JioTV+ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও একই পদক্ষেপ অনুসরণ করে Apple TV বা Amazon-এর Fire OS সমর্থিত টিভিগুলির জন্য অ্যাপটি ডাউনলোড করা যাবে।

JioTV+ অ্যাপটির যোগ্যতা:

যেকোনো Jio fiber বা Jio Airfiber এর গ্রাহকরা Jio TV+ অ্যাপটির সুবিধা পাবে তা নয়। এটি শুধুমাত্র সেইসব সদস্যপদের জন্য উপলব্ধ হবে যারা নিম্নলিখিত যোগ্য প্ল্যানগুলিকে সমর্থন করবে-
Jio AirFiber:  উপরোক্ত সমস্ত পরিকল্পনা পাবে। Jio Fiber পোস্টপেইড:  599টাকা 899 টাকা এবং তারবেশি টাকার মাধ্যমে পাবে। Jio Fiber প্রিপেইড: আগে থেকে 999 এবং তারবেশি টাকা দেওয়ার মাধ্যমে পাবে।

এছাড়াও কোম্পানী জানিয়েছেন ,যে কোনো Android TV, Apple TV, এবং Amazon Fire stick টিভিগুলির জন্য JioTV+ অ্যাপটি উপলব্ধ থাকবে। LG গ্রাহকদের জন্য সুখবর জানিয়েছে কোম্পানী, যেকোনো LG OS ব্যাবহারকারী টিভিগুলির জন্য এই সুবিধাটি খুব শীঘ্রই চালু করা হবে৷

যাইহোক  যেইসব samsung টিভি অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে উপলব্ধ নয় যেইসব টিভিগুলি এই সুবিধা পাবে না। যদি কোনো গ্রাহক স্মার্ট টিভি ছাড়া এটি চালিত করতে চায় তাহলে তাকে একটি আলাদা STB যোগ করতে হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Android 16 শেষ আপডেট, এই সমস্ত ফোন কাছে থাকলে আপনার টেনশন বাড়তে পারে
  2. Ullu থেকে ALT Balaji, 18+ ভিডিয়ো দেখার 25টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করল সরকার
  3. Lava Blaze Dragon 5G সস্তায় AI ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 10,000 টাকার কম
  4. Infinix Smart 10 মাত্র 6,799 টাকায় ভারতে লঞ্চ হল, কম দামে এত ফিচার্স বিশ্বাস হবে না
  5. iPhone ব্যবহারকারীদের জন্য খুশির খবর, নতুন iOS 26 ভার্সন ডাউনলোড করা যাচ্ছে
  6. 3D অডিও এফেক্টের সঙ্গে লঞ্চ হল Realme Buds T200, কিনতে মাত্র 1,699 টাকা খরচ
  7. Realme 15 5G ও Realme 15 Pro 5G লঞ্চ হল ভারতে, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি
  8. শাওমির কামব্যাক, Redmi Note 14 SE 5G কম দামে বাজারে আসছে, দুর্দান্ত ফিচার্সে মন জয় করবে
  9. iQOO Z10R 5G ভারতে 4K Vlog ক্যামেরার সাথে লঞ্চ হল, ক্রেতাদের জন্য 2,000 টাকার বিশেষ ছাড়
  10. Itel আনল ভারতের প্রথম AI ফিচার ফোন Super Guru 4G Max, দাম শুনলে কিনতে ছুটবেন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »