যে সব এলাকায় JioFiber সার্ভিস রয়েছে সেখানে গ্রাহকরা বিনামূল্যে 10Mbps ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে পারবেন। পুরনো গ্রাহকদের জন্য থাকছে দ্বিগুণ ডেটা।
নতুন ও পুরনো গ্রাহকদের জন্য বিপুল সুবিধা নিয়ে এল Jio
করোনাকে হারিয়ে ভারতবাসীকে জয়ের পথে নিয়ে যেতে একাধিক নতুন পদক্ষেপ নিল JioFiber। এই জন্য নতুন গ্রাহকদের কোন সার্ভিস চার্জ ছাড়াই পরিষেবা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো গ্রাহকরা একই দামে দ্বিগুণ ডেটা পাবেন। নতুন গ্রাহকদের জন্য বিনামূল্যে 10Mbps কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। কঠিন সময়ে দেশের যোগাযোগ সঠিকভাবে চালিয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
এছাড়াও কোম্পানির সার্ভিস যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে সব এলাকায় JioFiber সার্ভিস রয়েছে সেখানে গ্রাহকরা বিনামূল্যে 10Mbps ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে পারবেন। যদিও নতুন কানেকশন নেওয়ার সময় রাউটারের দাম দিতে হবে। পরে কানেকশন ছেড়ে দিলে রাউটারের টাকা গ্রাহককে ফিরিয়ে দেবে কোম্পানি।
করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro; ফিচারগুলি দেখে নিন
সম্প্রতি 4G ভাউচারে ডবল ডেটা দেওয়ার ঘোষণা করেছিল Jio। এই ভাউচারগুলিতে দ্বিগুণ ডেটার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য ফ্রি টকটাইম পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along