বার্ষিক সাবক্রিপশনে দ্বিগুণ ডেটা দিচ্ছে Jio Fiber। ব্রোঞ্জ থেকে টাইটেনিয়াম, সব প্ল্যানের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। বার্ষিক সাবস্ক্রিপশনে ব্রোঞ্জ প্ল্যানে 350GB ডেটা পাওয়া যাবে। প্রতি মাসে 100GB ডেটার সঙ্গেই মিলবে অতিরিক্ত 100GB ডেটা। সঙ্গে থাকছে লকডাউনের অতিরিক্ত 50GB ডেটা। সব শেষে অতিরিক্ত 100GB ডেটা দিচ্ছে কোম্পানিটি। ধীরে ধীরে লকডাউন উঠতে শুরু করলে ড্ডবল ডেটা অফার তুলে নিতে পারে Jio Fiber।
সিলভার প্ল্যানে বার্ষিক সাবস্ক্রিপশনে প্রতি মাসে 800GB ডেটা ব্যবহার করা যাবে। গোল্ড প্ল্যানে মিলবে 1750GB ডেটা। ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে অতিরিক্ত ডেটার হিসাব প্রকাশ করেছে মুম্বাইয়ের সংস্থাটি।
ডায়মন্ড প্ল্যানে মিলবে 4000GB ডেটা প্ল্যাটিনাম প্ল্যানে বার্ষিক সাবস্ক্রিপশনে 7500GB ডেটা পাওয়া যাবে। সব থেকে দামী প্ল্যানে টাইটেনিয়াম গ্রাহকরা মাসে 15000GB ডেটা ব্যবহারের সুবিশা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন