নতুন ইন্টারন্যাশানাল রোমিং প্যাক নিয়ে হাজির হল Vodafone। 599 টাকা, 2,999 টাকা, 3,999 টাকা আর 5,999 টাকার i-Roam প্যাক নিয়ে এসেছে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি। শুধুমাত্র পোস্টপেড গ্রাহকরা এই প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই চালু থাকা 500 টাকা, 2,500 টাকা, 3,500 টাকা আর 5,500 টাকার প্ল্যানগুলিকে নতুন করে সাজিয়ে নতুন প্ল্যানগুলিও বাজারে এসেছে। MyVodafone অ্যাপ থেকে এই প্ল্যানের ব্যাপারে বিস্তারে জানা যাবে
599 টাকার প্ল্যানে পাওয়া যাবে 50 মিনিট কলিং ও এক দিন ভ্যালিডিটি। 2,999 টাকা প্ল্যানে পাওয়া যাবে 200 মিনিট কলিং আর 7 দিন ভ্যালিডিটি, 25 টি টেক্সট মেসেজ আর 2GB ডাটা। 3,999 টাকা প্ল্যানে পাওয়া যাবে 300 মিনিট কলিং আর 10 দিন ভ্যালিডিটি আর 5,999 টাকা প্ল্যানে পাওয়া যাবে 500 মিনিট কলিং আর 28 দিন ভ্যালিডিটি, 100 টি টেক্সট মেসেজ আর 5GB ডাটা।
টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর সহ 44 টি দেশে বিশের প্যাকের মাধ্যমে হোম সার্কেলের মতো ট্যারিফ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন